www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলাদেশ চলচ্চিত্র ও অডিও-ভিডিও প্রকাশনা সমাধান

একটা প্রবাদ আছে যে ,বাংলাদেশে কৃষক এর চেয়ে সংগীত শিল্পি বেশী । আসলে সেটা সত্যি কথাই ছিল । এ ছাড়াও ছিল হাজার হাজার গীতিকার ও সুরকার । আজ তারা কালের শ্রোতে দিন দিন অতল গভীরে তলিয়ে যাচ্ছে । এ ব্যপারে বিস্তারিত লিখতে আমার (a4)সাইেজর চারটি কাগজ লেগেছিল । আজ আর সেই বিস্তারিত লিখতে চাইনা ,শুধু সার সংক্ষেপ । আমরা যদি চলচ্চিত্র এবং অডিও ভিডিও সংগীত জগৎটাকে ধরে রাখতে চাই তা-হলে আবশ্যই আমাদের ছবি কিংবা অডিও ভিডিওর এ্যালবামগুলোকে কোড নম্বর দিয়ে ছাড়তে হবে । যেন এ্যালবামের কোন একটি অডিও গান কিংবা ছবির কোন ভিডিও ক্লিপ কম্পিউটার ল্যাপটপের কোন ড্রাইভে অথবা ডেস্কটপে কপি বা পেস্ট করে রাখা না যায় । কপি কিংবা পেস্ট করতে চাইলেই সফটওয়্যার ডিস্কের মতো কোড নম্বর চাইবে । অন্যথায় দর্শক বা ক্রেতাগণ এ্যালবামটি শুধু কম্পিউটারে চালাতে পারবে । তবেই আমরা অল্প কিছুদিনের ভিতরেই খুব তাড়াতাড়িই আমাদের সেই তলিয়ে যাওয়া জগৎটা ভেঁসে উঠতে শুরু করেছে । কারণ : ১/কম্পিউটার থেকে যে কোন অডিও গান , ভিডিও ক্লিপ বা ছবি মেমোরীতে লোড করা যায় । ২/কম্পিউটার থেকে যে কোন অডিও গান , ভিডিও ক্লিপ বা ছবি পেন ড্রাইভে লোড করা যায় । ৩/পেন ড্রাইভ মেমোরী দিয়ে চলে (DVD) শেট, ছোট বড় সব ধরণের এমপ্লিফায়ার শেট,সাউন্ড বক্র । ৪/ এ জন্যই কারো কোন ডিস্ক ক্রয় করতে হয় না। ৫/এ গুলো খুব কম টাকাতেই লোড করা যায়। ৬/আমার এখানে (আঁট গিগা বাইট) পেন ড্রাইভ/মেমোরী লোড দিলে তাকে দিতে হয় মাত্র চল্লিশ টাকা । অত,এব এটা আমার অনেক দিনের ভাবনা । এ ব্যপারে আমি অনেক প্রোযোজনা প্রতিস্টানের সাথে কথা বলে ছিলাম । - সমাপ্ত- ২৫-০৯-২০১৩ ইং ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে এইচ মাহাবুব ০৯/১০/২০১৩
    সাখাওয়াৎ ভাই ,আমি কিন্তু বলেছি,বিস্তারিত লিখতে আমার a4 চার পাতা লেগেছিল । এটা শুধু সার সংক্ষেপ । কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারে । ধন্যবাদ আপনাকে ।
  • খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা। আপনি যত সহজে বললেন তত সহজে হলে তো এত সমস্যা হওয়ার কথা না। যদিও আমি বিষয় টা কম বুঝি। তবে আপনার সাথে সহমত পোষন করছি।
  • কে এইচ মাহাবুব ০৭/১০/২০১৩
    ইনসিগনিয়া (অভি : ধন্যবাদ ভাই ।
  • কে এইচ মাহাবুব ০৭/১০/২০১৩
    ডাঃ প্রবীর আচার্য নয়ন : আপনি কি শাহিন স্কুল এন্ড কলেজের নাম শুনেছেন ? তাদের রয়েছে বাংলাদেের আনাচে কানাচে বহুল শাখা । তারা সে সব স্কুল এন্ড কলেজ সেই সুদূর টাঙ্গাইল থেকে পরিালনা করছেন তার পরে ও তাদের ছাত্র ছাত্রীরা কেন এতো ভাল করছে তার কারণ একটাই পরিালনাকারী অবশ্যই সৎ
    এবং সুন্দর মানুষ । কিন্তু আমাদের বাংলাদেশ যখনই
    যে পরিালনা করেন, তাদের ভিতর সেই সৎ এবং সুন্দর মনের মানুষের খুব অভাব । কি বলব না বলে পারছিনা যারা আছে -আর যারা আসে তা চোর ছাড়া কিছু নয়।
  • Înšigniã Āvî ০৬/১০/২০১৩
    জানলাম.......
  • বাংলাদেশের টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার হিসেবে আমি এ বিষয়ে সম্পূর্ণ একমত পোষণ করছি। অনেক ভালো বিষয়। বার বার লিখুন। বিভিন্ন ব্লগে লিখুন।
 
Quantcast