রাতের পরী
রাস্তার পাশে বোরকা পরে যে দাঁড়ীয়ে আছে
তাকে তোমরা সবাই চেনো জানো...
ক্রেতার আশায় দাঁড়ীয়ে থাকবে গভীর রাত পর্যন্ত ।
যার যেমন রূজি যার যেমন টাকা উপার্জন
সে সেভাবেই দাম দিয়ে কিনে নিবে ঐ দেহো ,
কেউ দু ঘন্টা কেউ চার ঘন্টা
কেউ পুরো রাতের জন্য কিনে নিবে ।
যার যেমন ইচ্ছে সে তেমন অত্যাচার চালাবে সে দেহে ।
কখন ও বাসের ড্রাইভার কখন ও ট্রাকের ড্রাইভার
গাড়ীর সিটেই হয় সব ...... ;
কেউ টাকা দেয় কেউ না দিয়েই তাড়ায়
মানুষ নামের পশুগুলো ।
তবে কি হলো হয়ে রাতের পরী ?
বদল হয়ে রাতে... এ হাত ও হাত ।
*********** সমাপ্ত ***********
তারিখঃ ১২/০৮/২০০৭ ইং
তাকে তোমরা সবাই চেনো জানো...
ক্রেতার আশায় দাঁড়ীয়ে থাকবে গভীর রাত পর্যন্ত ।
যার যেমন রূজি যার যেমন টাকা উপার্জন
সে সেভাবেই দাম দিয়ে কিনে নিবে ঐ দেহো ,
কেউ দু ঘন্টা কেউ চার ঘন্টা
কেউ পুরো রাতের জন্য কিনে নিবে ।
যার যেমন ইচ্ছে সে তেমন অত্যাচার চালাবে সে দেহে ।
কখন ও বাসের ড্রাইভার কখন ও ট্রাকের ড্রাইভার
গাড়ীর সিটেই হয় সব ...... ;
কেউ টাকা দেয় কেউ না দিয়েই তাড়ায়
মানুষ নামের পশুগুলো ।
তবে কি হলো হয়ে রাতের পরী ?
বদল হয়ে রাতে... এ হাত ও হাত ।
*********** সমাপ্ত ***********
তারিখঃ ১২/০৮/২০০৭ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে এইচ মাহাবুব ০৭/১০/২০১৩সাখাওয়াৎ : ভাই সু্ন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন ।
-
কে এইচ মাহাবুব ০৭/১০/২০১৩ডাঃ প্রবীর আচার্য নয়ন : ঠিক তাই... ধন্যবাদ আপনাকে ।
অতীতের মন্তব্যে , পরিচালনাকারী হবে । -
কে এইচ মাহাবুব ০৭/১০/২০১৩ইনসিগনিয়া (অভি : ধন্যবাদ ভাইজান ।
-
Înšigniã Āvî ০৫/১০/২০১৩অনবদ্য....
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩রাতের পরীরাই রাতের পশুদের চাহিদা মিটিয়ে নিজেদের ভাগ্য গড়ে। তাদের অভাবের সুযোগ নেয় কিছু মধ্যস্থতাকারী। একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খুব ভালো একটা বিষয়। কবিতা ভালো লেগেছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩খুব সংক্ষিপ্ত তবে সুন্দর।