www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার স্বাধীনতা ভাল আছে তো

স্বাধীনতার বিয়াল্লিশ বছর পর-এইতো আছি আমি, আমরা
------------------------------------------------------------
-------
"সময়ের স্রোতে আজ কালক্ষেপণ
দীর্ঘতর বিয়াল্লিশটি বছরের।
এ এলো, সে গেলো,এ এলো, রক্তচোষার দারুণ ভুমিকায়!!!!
কিন্তু পরিবর্তন এলো না। চর জাগা নদীর মতই চর পড়েছে,
এ হৃদয়ে আমার। হতাশার আর ব্যর্থতার। আজ আমি নির্নিমেষ দেখি- ক্ষুধার্ত টোকাইর কষ্ট,
খাদ্য সন্ধানে, ডাস্টবিনে একদল নেড়ি কুকুরের সাথে।
আমি নির্নিমেষ দেখি- এক মুক্তিযোদ্ধার কষ্ট,
রিকশার প্যাডেলে, ঘামের প্রতিটি ফোঁটার
চিৎকারে চিৎকারে
জীবন সংগ্রামের; অবশেষ এক সংগ্রামীর দীর্ঘশ্বাসে। আমি নির্বিকার দেখি- মায়ের কষ্ট,
সন্তান হারানোর; বিশ্ববিদ্যালয়ের ম্যানহোলে পঁচা লাশের দুর্গন্ধে।
হিংসা-হানাহানিতে বিভক্ত, হলের প্রতিটি তলায়
ছুঁড়ে ফেলার যুদ্ধে লিপ্ত মত্ত ছাত্রদের,
আমি নির্বিকার ভাবেই দেখি। আরও দেখি- নেশাগ্রস্ত শ্রমিকের, নিরুপায় কৃষকের কষ্ট।
রাতের নিস্তব্ধ আঁধারে ফুটপাথে অপেক্ষারত অসহায় ষোড়শীর
কষ্ট।
নিতান্তই বেঁচে থাকার লড়াইয়ে মানুষের হাজারো কষ্ট। এভাবেই বিশ্ব সভ্যতার এই দোরগোঁড়ায় দাঁড়িয়ে
অসহায় আমি নির্বিকার দেখি, একে একে
অনন্য সব পাশবিকতার অনিন্দ্যম পরিহাস।
সভ্যতা!!!! হাহ;
তার রাজসিক হাসি, আজ লুটেরাদের দুঠোঁটের কোনে। অবশেষে, নির্লজ্জ ভাবলেশহীন আমি,দেখি নির্বিকারচিত্তে এই আমার আমিকে। কষ্ট আমারও আছে। আমার দীর্ঘশ্বাসের পরতে পরতে,
হতাশার আর ব্যর্থতার,
বিয়াল্লিশ বছর আগের লালিত স্বপ্নকে ধারণ
করতে না পারার। তাই সীমাহীন কষ্ট আজ,
সীমানাহীন।
সময়ের স্রোতে আজ কালক্ষেপণ
দীর্ঘতর বিয়াল্লিশটি বছরের
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ১৯/০৯/২০১৩
    স্বাধীন হবার পরেও দেশ কাংক্ষিত লক্ষে পৌঁছাতে পারেনি,এই আক্ষেপ ফুটে উঠেছে কবিতাটিতে সুন্দর ভাবে।কিন্তু অনিন্দ্যম শব্দটির অর্থ বুঝলাম না।
  • ওয়াহিদ ১৯/০৯/২০১৩
    বিদ্রোহী কবির বিদ্রোহ যেন সারাজীবন রয় ,এই কামনা ...... :)

    এদের জন্যেই দেশের প্রতি ঘৃণা জন্মায় .... :)
 
Quantcast