মা
ধরনীর তরে আপন সেইজন,
খোদার পরে মা লক্ষ্মী ধন।
জন্মের পরে যতন করে সারাক্ষণ,
যতক্ষণ না হয় তার নিধন।
পীড়ায় ভুগে সন্তান যখনী
কষ্ট করে মা অধিক রজনী,
জীবন দিয়ে দূর করে কষ্ট পুন্ঞ্জ,
সন্তান থাকলেও দূরের গন্ঞ্জ।
সন্তানের জন্য শেষ হবেনা
মায়ের ভালবাসার সিন্ধু,
প্রান থাকতে বিন্দু বিন্দু।
চরণ বানিয়ে দেই যদি তনুর,
ঋণ শোধ হবেনা দুধের অনুর।
মায়ের প্রেমে হলে অগ্রসর,
ভালবাসবেন তাকে স্বয়ং জগদ্বীশর।
খোদার পরে মা লক্ষ্মী ধন।
জন্মের পরে যতন করে সারাক্ষণ,
যতক্ষণ না হয় তার নিধন।
পীড়ায় ভুগে সন্তান যখনী
কষ্ট করে মা অধিক রজনী,
জীবন দিয়ে দূর করে কষ্ট পুন্ঞ্জ,
সন্তান থাকলেও দূরের গন্ঞ্জ।
সন্তানের জন্য শেষ হবেনা
মায়ের ভালবাসার সিন্ধু,
প্রান থাকতে বিন্দু বিন্দু।
চরণ বানিয়ে দেই যদি তনুর,
ঋণ শোধ হবেনা দুধের অনুর।
মায়ের প্রেমে হলে অগ্রসর,
ভালবাসবেন তাকে স্বয়ং জগদ্বীশর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭মাকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ২২/০৪/২০১৭সত্যি মা অমুল্য ধন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২১/০৪/২০১৭দারুণ !!!