মেঘের পালক
মেঘের পালক
-
মেঘপুষ্প মেঘালোকে যায় ভেসে
অধীর অপেক্ষায় কপোত জলে,
আজ মেঘদল যায় যে ভেসে
মেঘকালে, মেঘের দেশে।
মেঘে মেঘে বেলা হলে
মেঘের জালের ফাঁদে
মেঘের সখা কাঁদে,
মেঘ পড়ে ঝরে
মেঘডম্বুর অঙ্গে,
মেঘের পালক
যায় যে খসে।
যায় খসে
অ-বেলায়
অনেক
পালক,
একটি
শুধু
মেঘ।
-
মেঘপুষ্প মেঘালোকে যায় ভেসে
অধীর অপেক্ষায় কপোত জলে,
আজ মেঘদল যায় যে ভেসে
মেঘকালে, মেঘের দেশে।
মেঘে মেঘে বেলা হলে
মেঘের জালের ফাঁদে
মেঘের সখা কাঁদে,
মেঘ পড়ে ঝরে
মেঘডম্বুর অঙ্গে,
মেঘের পালক
যায় যে খসে।
যায় খসে
অ-বেলায়
অনেক
পালক,
একটি
শুধু
মেঘ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো শাকিল খান ০৫/১০/২০২৪কবিতার নতুন ধরন,খুব ভালো লাগলো 🖤
-
নাদেরা ফারনাছ শিমূল ২২/০৯/২০২৪অসাধারণ।
-
সুয়েল হক ২০/০৯/২০২৪সুন্দর লেখা প্রিয়
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৯/২০২৪wow!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৯/২০২৪খুব সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২৪অনবদ্য লিখেছেন প্রিয় কবি
মনোমুগ্ধকর