গাওয়া
গাওয়া
---
গাওয়া বলতে মূলতঃ গান গাওয়াই বুঝি আমরা। কেবল যে গানই গাওয়া হয় তা কিন্তু নয়। কারও সুনাম গাওয়া হয়, কারও দুর্নাম গাওয়া হয়, কিচ্ছা কাহিনী গাওয়া হয়, সুখদুঃখের কাহিনীও গাওয়া হয়। কত কিছু যে গাওয়া হয় এই পৃথিবীতে।
গাওয়া কেবল আমরা যা গাই তা নয় কেবল। ফারসী গবা বাংলায় হয়েছে গাওয়া যার মানে হল সাক্ষী। সাক্ষী অর্থে গাওয়া শব্দের ব্যবহার আগে সাহিত্যে ব্যবহৃত হয়েছে ( উদাহরণ: বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস বলে অভিহিত প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর রচিত আলালের ঘরের দুলাল উপন্যাস যার রচনাকাল ১৮৫৮ সাল)।
গাহ্ (গৈ) ক্রিয়ামূলের বংশে জাত গাওয়া শব্দের মানে হল গান করা, গান গাওয়ানো। √গাহ্ (সং. গৈ) + আ = গাওয়া। এটা হল আরেক ধরনের গাওয়া।
সংস্কৃত গব্য বা গাবা যা বাংলায় হয়েছে গাওয়া। এই গাওয়া (গো + ওয়া) হল গোদুগ্ধ জাত, গব্য, যা গাওয়া ঘি নামে পরিচিত।
এই হল নানারকম গাওয়ার কথা।
---
গাওয়া বলতে মূলতঃ গান গাওয়াই বুঝি আমরা। কেবল যে গানই গাওয়া হয় তা কিন্তু নয়। কারও সুনাম গাওয়া হয়, কারও দুর্নাম গাওয়া হয়, কিচ্ছা কাহিনী গাওয়া হয়, সুখদুঃখের কাহিনীও গাওয়া হয়। কত কিছু যে গাওয়া হয় এই পৃথিবীতে।
গাওয়া কেবল আমরা যা গাই তা নয় কেবল। ফারসী গবা বাংলায় হয়েছে গাওয়া যার মানে হল সাক্ষী। সাক্ষী অর্থে গাওয়া শব্দের ব্যবহার আগে সাহিত্যে ব্যবহৃত হয়েছে ( উদাহরণ: বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস বলে অভিহিত প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর রচিত আলালের ঘরের দুলাল উপন্যাস যার রচনাকাল ১৮৫৮ সাল)।
গাহ্ (গৈ) ক্রিয়ামূলের বংশে জাত গাওয়া শব্দের মানে হল গান করা, গান গাওয়ানো। √গাহ্ (সং. গৈ) + আ = গাওয়া। এটা হল আরেক ধরনের গাওয়া।
সংস্কৃত গব্য বা গাবা যা বাংলায় হয়েছে গাওয়া। এই গাওয়া (গো + ওয়া) হল গোদুগ্ধ জাত, গব্য, যা গাওয়া ঘি নামে পরিচিত।
এই হল নানারকম গাওয়ার কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০৯/১১/২০২২চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০২২ভাল লাগল।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২১/১০/২০২২ভালো