www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধরায় যত ধরা

ধরায় যত ধরাঃ
--
**
ধরা= ধর এর আধার যে,যে ধরে।
ধরা অর্থঃধারক,ধারা,আক্রমণকারী,ধৃত,গৃহীত,ধারণ ইত্যাদি।
**
ধর= ধারী( ধারণ করা ক্রিয়াটি) রহে যাহাতে।
ধর অর্থঃধারক,পর্ব্বত,বসুবিশেষ,ধারণ করা,রাখা,গ্রহণ করা,লওয়া,আটকাইয়া রাখা,বহন করা,মনে করা, গাড়ির ধুরা,আশ্রয় করা,অক্ষ,শিব,হিন্দুর উপাধি।
**
ধরণঃধর -অন(on) যাহাতে।
ধরণ অর্থঃহিমালয়,ভুবন,লোক,স্থল,ধান্য,শষ্য,সূর্য্য,সেতু,আলি,দল পল,আশ্রয়,ধারণ,ধরা,গ্রহণ,বর্ষণাভাব,প্রকার,ভাব,ভঙ্গি,প্রথা,রীতি,চাল,আদবকায়দা,সংবরণ,আকার,গড়ন,নির্ম্মাণপ্রণালী।
**
ধরণিঃ ধরণ গতিশীল যাহাতে,জীবাদিকে ধারণ করে যে।
ধরণীঃধরণির আধার যে।
ধারণীর অর্থঃপৃথিবী, ভূতল,শাল্মলীবৃক্ষ,কন্দবিশেষ,শিরা,ভূমি,ধরণীর অংশ,দেশ।
**
মনে করা যাক পর্ব্বত হলো জলভূমিতে একটি বড় পেরেক যাকে জড়িয়ে টিকে আছে স্থলভূমি।
গরুর গাড়ির ধুরাও সমগ্র গাড়িকে ধরে রাখে বলে ধর-পদবাচ্য।
মানুষ তার অস্তিত্বকে যে বিশ্বাসে রাখে ধরে, ধারণ করে।
পৃথিবীর আরেক নাম ধরণী,শিমুল গাছটিও ধরণী তবে কেন তা জানা যায় নি।
**
ধর্ তারণ তারিত হয়ে বাহিত হয় যাহাতে তাই ধর্ত্তব্য।
ধর্ত্তব্য যাহাকে ধরা যায়,ধরা উচিত,ধরা সম্ভব,ধরা কর্ত্তব্য।
**
আমরা ধর্ত্তব্য বিষয়কে না ধরে এড়িয়ে যাওয়াই কর্ত্তব্য মনে করি।
-----কৃতজ্ঞতাঃ বঙ্গীয় শব্দার্থকোষ।
২১/০৬/২০১৯
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast