মাঝে মাঝে
মাঝে মাঝে অদ্ভূত আনন্দ নেমে আসে চরাচরে।
চেনা পৃথিবীর তপ্ত নীল হয়ে যায় বর্ণিল।
অজানা ফুলের মায়াবী গন্ধ মোহিত করে চৌদিক।
তাই তো আজ আনন্দে হই আত্মহারা,
হৃদয় মালঞ্চ শোভিত এক অপূর্ব রাগে।
ভালবাসার রং নেই,গন্ধ নেই,স্থান- কাল-পাত্র নেই।
ভালবাসা হল একরাশ অন্ধকারে হঠাৎ জোনাকীর আলো।
বাঁচতে শেখায়,আর ভালবাসতে শেখায়।
ভালবাসা তাই পৃথিবীর সব বিবাদ নিমেষে মিটিয়ে দেয়।
তাইতো পরাজিত হই।বার বার ফিরে আসি।
ফিরে আসি ভালবেসে ভালবাসাদেরই কাছে।
--৩১/০১/১৮
চেনা পৃথিবীর তপ্ত নীল হয়ে যায় বর্ণিল।
অজানা ফুলের মায়াবী গন্ধ মোহিত করে চৌদিক।
তাই তো আজ আনন্দে হই আত্মহারা,
হৃদয় মালঞ্চ শোভিত এক অপূর্ব রাগে।
ভালবাসার রং নেই,গন্ধ নেই,স্থান- কাল-পাত্র নেই।
ভালবাসা হল একরাশ অন্ধকারে হঠাৎ জোনাকীর আলো।
বাঁচতে শেখায়,আর ভালবাসতে শেখায়।
ভালবাসা তাই পৃথিবীর সব বিবাদ নিমেষে মিটিয়ে দেয়।
তাইতো পরাজিত হই।বার বার ফিরে আসি।
ফিরে আসি ভালবেসে ভালবাসাদেরই কাছে।
--৩১/০১/১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রনোজিত সরকার(বামুনের চাঁদ) ০৩/০৬/২০১৯খুব সুন্দর👌
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৬/২০১৯ভালোবাসা মানুষের শক্তি।