সততা
-সততা কাকে বলে? আমার অসৎ হওয়ার সুযোগ নেই বা উপায় নেই তাই আমি সৎ নাকি অসৎ হওয়ার যাবতীয় উপাদানের মধ্যে নিত্য বসবাস করেও আমি আমার প্রবৃত্তি সামলাতে সক্ষম তাই আমি সৎ- কোনটাকে সততা বলা যায়?
সৎ হওয়াটা একান্তভাবেই একটা স্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয় বরং অসৎ হওয়াটাই অস্বাভাবিক।কাজেই আমি সৎ হই যদি তাতেও অহংকারের বা গর্বের কিছু নেই।কারণ মানুষ হিসেবে সৎ হওয়াটাই আমার জন্য নির্ধারিত এবং বাঞ্চনীয়।এর বিপরীতটাই ঘৃণার্হ।
--৩১/১২/২০১৮
সৎ হওয়াটা একান্তভাবেই একটা স্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয় বরং অসৎ হওয়াটাই অস্বাভাবিক।কাজেই আমি সৎ হই যদি তাতেও অহংকারের বা গর্বের কিছু নেই।কারণ মানুষ হিসেবে সৎ হওয়াটাই আমার জন্য নির্ধারিত এবং বাঞ্চনীয়।এর বিপরীতটাই ঘৃণার্হ।
--৩১/১২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৮/২০২৩যথা সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৫/২০১৯সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।