পৃথিবীতে
পৃথিবীতে অপরিহার্য বলতে কিছু নেই,শূন্যতা বলতেও কিছু নেই।আজ তুমি নিজেকে অপরিহার্য ভাবছ,নিজেকে ছাড়া কোন স্থান শূন্য ভাবছ! ভুল মহা ভুল।অন্য কেউ এসে ঠিকই শূন্যতা পূরণ করে দেবে,আবার তোমার মতই নিজেকে অপরিহার্য ভাববে।কাজেই নিজেকে কোন স্থানেই অতীব গুরুত্বপূর্ণ ভাবার কিছু নেই।পৃথিবী নামক চলন্ত সিঁড়িটি যতদিন চলবে ততদিনই এই সিঁড়িতে কেউ না কেউ পা রাখবে।কাজেই যখন যেখানে থাকবে কেবল মনের সন্তুষ্টির জন্যই কাজ করে যাবে,যেন পরবর্তী কেউ এসে তোমার গাফিলতির জন্য দোষারোপ না করে।
যেখানে তোমার প্রয়োজন আছে সেখানেই তুমি থাকবে,যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে হাসিমুখে হোক তোমার সগর্ব প্রস্থান।কারণ তোমাকে যার প্রয়োজন সময়টা তাকেই দেয়া প্রয়োজন,তারই প্রাপ্য।
--১৩/০১/২০১৮
যেখানে তোমার প্রয়োজন আছে সেখানেই তুমি থাকবে,যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে হাসিমুখে হোক তোমার সগর্ব প্রস্থান।কারণ তোমাকে যার প্রয়োজন সময়টা তাকেই দেয়া প্রয়োজন,তারই প্রাপ্য।
--১৩/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৮/০৫/২০১৯ভালো লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৫/২০১৯পৃথিবীতে কতজনের কতকিছু প্রয়োজন...!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৭/০৫/২০১৯Nice....