www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিয়ম নীতি

নিয়ম-নীতি

----
সদ্য কৈশোর পেরোনো মেয়ে দু'টি থরথর কাঁপছে।
" কি হয়েছে তোমাদের? কাঁপছো কেন?"
গায়ে কলেজের ড্রেস ওদের।হাত বাড়িয়ে দিলো একজন।
ওর হাতে একটি ছোট পার্টি ব্যাগ,আর চারটে দামী এনড্রয়েড মোবাইল।
" ম্যাডাম,এগুলো রাখেন আপনার কাছে,আমাদের পরীক্ষা,ভুলে মোবাইল এনেছি,আমরা জানিনা মোবাইল নিয়ে চলে এসেছি।"
হাত বাড়িয়ে সব নিলাম।
" পরীক্ষার হলে মোবাইল আনা নিষেধ তোমরা জানো না? কেন এনেছো?"
মেয়েগুলো তাড়াহুড়ো করছে,
" ম্যাডাম আমরা জানিনা,একটায় পরীক্ষা শেষ,তখন এসে নিয়ে যাবো সব"
বলেই ওরা ঝড়ের বেগে চলে গেলো।
এইচএসসি পরীক্ষার গতদিন কততম দিন ছিলো?
ওই দিন এনেছে,তারমানে এরা আরও এনেছে এই ডিজিটাল যন্ত্রটি,আর কি চেকিং হয়নি?
ওইদিন চেকিং হওয়ায় তারা যতজনেরটা সম্ভব আমার কাছে দিয়ে গেছে যাতে ধরা না খায়।
মাথায় অনেক প্রশ্ন এলো- ওদের অভিভাবক কি দেখেন নি? খেয়াল করেন নি যে তাদের সন্তানেরা পরীক্ষার হলে নিষিদ্ধ যন্ত্রটি বয়ে নিয়ে যাচ্ছে?
**
আমার স্কুলের পাশেই কেন্দ্রটি।ওখানে পালাক্রমে পরীক্ষাদি চলতে থাকে,তখন ওই স্কুলে পাঠদান বন্ধ থাকে আর আমার স্কুলে চলে নীরবতা পালন পর্ব।
অনেক সময় আমার স্কুলও কেন্দ্র হয়।
সারা বছর পরীক্ষাগুলো চলতে থাকে একের পর এক।পরীক্ষা নেয়ার কেন্দ্র হওয়াতে অনেক স্কুলে পাঠদান বন্ধ থাকে।পাঠদান,পাঠগ্রহন প্রক্রিয়াটি কি পরীক্ষা গ্রহনের চেয়ে গৌণ?
শিক্ষার্থীরা এখন আর শিক্ষার্থী নয় তাদের নাম হওয়া দরকার পরীক্ষার্থী।
আমার মনে হয়- পরীক্ষা নেয়ার কেন্দ্র স্থাপনের জন্য আমাদের ভাবতে হবে নতুন করে।
পাবলিক পরীক্ষার জন্য সারাবছরই স্কুলগুলো পাঠদান কার্যক্রম পালাক্রমে বন্ধ রাখবে,এ কেমন কথা!
**
আমার স্কুলেও বিভিন্ন নিয়োগ পরীক্ষা বা এটা সেটা হয়।
হল প্রত্যবেক্ষক সহ সবার মোবাইল আমার কাছে গচ্ছিত থাকে।
যদি শিক্ষার্থীরা জানে( প্রবেশ পত্রে উল্লেখ থাকে) যে মোবাইল আনা নিষেধ তবে তারা আনবে কেন?
মা বাবা দেখেন না?
আর প্রথম থেকে চেকিং হলে তারা পরবর্তীতে আর আনতো না।
বজ্রআঁটুনি ফসকা গেরো -
কেন আমরা নিয়ম মেনে চলিনা,নিয়ম মেনে চলতে উৎসাহিত করিনা?আর আমরা বড়রাই বা কতটুকু কি মেনে চলি যে ওদের দোষ দেবো?
**
মেয়ে দু'টির কথা আমার কথা,তাদের কাঁপুনীর কথা আমার বহুদিন মনে থাকবে।
--- ০৩/০৫/২০১৯
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast