www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুগমন ধ

অনুগমন ধ
---
ধ=ধ্ -অন্ করে যে,ধারী,ধারক,দা
নস্থিত=দত্ত=ধ।
ধ্=দ্+হ্।
ধ্=দানস্থিত,দান যেখানে গিয়ে থেমে যায়।
বিপরীত দিকে দেখলে দানকে যে ধরে রাখে সেই হল ধ বা ধারক অর্থাৎ ধারী।
এই ধারী জগদ্ধাত্রী ধ হতে পারেন আবার বিশেষ্যরূপে "ধরা ক্রিয়াটিও" হতে পারে।
ধ ক্রিয়ার দুটো রূপ এখানে দেখা যাচ্ছে,
দাতার দিক থেকে দত্ত বা দান যেখানে গিয়ে থেমে যাচ্ছে
আবার গ্রহীতার দিক থেকে হাতে পাওয়া বিষয় ধরে যে।এই ধ আসলে হাত পেতে রয়েছে ধরবে বলে কিংবা হাঁ করে রয়েছে খাবে বলে।
ধ করে যে তাকে ধক বলে।
ধ অন যাহাতে তাকে ধন বলে।
ধ পালিত যাহাতে তাকে ধপ বলে।
ধ এর আধার হল ধা।ধ এর রহস্যরূপ হল ধাঁ।
* *ধারণ করে যে, ধরে রাখে যে তাকে ধ বলা হয় অর্থাৎ ধ মানেই হল আধার।
কিসের আধার?
প্রাণের আধার,মনের আধার,জ্ঞানের আধার,ধনের আধার,এবং সর্ব্বোপরি নিয়মের আধার।
এই জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? এবং তাকে ধরে রাখে কে?
সেটা যদি মানুষের জ্ঞান হয় তাহলে সেই জ্ঞানের ধারক অবশ্যই ব্রহ্মা =ধ।
তা যদি ধনের আধার হয় তাহলে সেই ধনের ধারক কুবের( বিষ্ণু) =ধ।
কিন্তু ধন বা জ্ঞান না হয়ে যদি তা জগতের নিয়মাবলী হয় তাহলে তা অবশ্যই আরও উচ্চমার্গের ধর্ম্ম(মহেশ্বর)=ধ।
** ধক= ধ করে যে।
হঠাৎ এ দৃশ্য দেখে বুকের ভেতর ধক করে উঠল।
অকস্মাৎ কোনো নতুন (মন্দ) খবর ধারণ করার বা পাওয়ার সঙ্গে সঙ্গে
বিস্ময়,বিরক্ত বিরোধ ইত্যাদি অনুভূতি জন্মে।এই অনুভবের প্রকাশই হল ধক।
ধক গতিশীল হয়ে বিপরীত দিকে গেলেই হয় ধিক।
** ধকধক=ধক এর পুনরাবৃত্তি যাহাতে।
ভয়ের কারণে চিত্তচাঞ্চল্য বা স্পন্দন,আনন্দের কারণে আবেগ,প্রজ্জ্বলিত অগ্নির শব্দ,বিরহানলের প্রজ্জ্বলনভাব,উ
জ্জ্বলতা,দীপ্তি।
** ধকল=ধক লালিত বা লয়প্রাপ্ত হয় যাহাতে।
ধাক্কা,আঘাত,পরিহিত বস্ত্রে টান বা দলন-মলন,উৎপাত,দুরন্তপনা,কাজের ধাক্কা বা খাটনি।
ধক ক্রিয়াটির যখন পুনরাবৃত্তি হয় অর্থাৎ ধকধক হয়,তখন ধারক ও তার পারিপ্বার্শিকের শক্তিক্ষয় হতে থাকে।সেকারণে একদিকে যেমন ধক লালনের ক্রিয়া চলে,অন্যদিকে তেমনি শক্তিক্ষয়ের ক্লান্তিও জমে ওঠে।এই ক্রিয়াকে বলে ধকল।
** ধাক্কা=ধাক করণের আধার যে।
সংঘর্ষ,ঠেকাঠেকি,বেগে আঘাত,ভার,চাপ।
ধক যেখানে ঘটে,সেখানে চাপ বা দাগ পড়ে, তাকে ধাক বলতে হয়।
সেই ধাক-করণের আধারকে বলে ধাক্কা।
----কৃতজ্ঞতাঃবঙ্গীয় শব্দার্কোষ।
১৪/০৪/২০১৯
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ন্যান্সি দেওয়ান ১৭/০৫/২০১৯
    Nice.
    • ধন্যবাদ
  • ভালো।
 
Quantcast