জীবিত মানুষেরা
জীবিত মানুষেরা
----
জীবিত মানুষেরা জীবিত থাকে,
জীবিতদের প্রাণ থাকে, মন থাকে
জীবিতদের থাকে রাগ,অনুরাগ
অভিমান ঘেরা কল্পিত কষ্টগুলো
জীবিতদেরই থাকে।
জীবিত যারা তারাই যুদ্ধ করে
তারা হারে,তারা জিতে
তারা কষ্ট পেয়েও হাসে,কাঁদে প্রাপ্তির আনন্দে।
তারা গল্প করে,কখনও সরবে কখনও নীরবে
তারা কথা বলে,যারা জীবিত তারা।
জীবিত মানুষেরা কখনও প্রকাশিত
কখনও থাকে অপ্রকাশিত,
মুখোশের আড়ালে ঢাকা থাকে কেবল
জীবিত মানুষের বিবিধ প্রকাশ।
জীবিত মানুষেরা সাজে বর্ণিল সাজে,
কখনও থাকে বর্ণহীন,
কখনও তারা থাকে নির্মোহ,
অনুভূতিশূন্য,কপট হাসি হাসে।
কখনও দল বেধে তারা যায়
জীবনের অন্বেষণে দূরে, বহু দূরে-
তারা সূর্যোদয় দেখে,তারা সূর্যাস্ত দেখে
তারা রাতের তারায় একাকী খুঁজে ফেরে নিজেকে।
যা কিছু আয়োজন সব জীবিতদের জন্য,
যদিও জীবিতরা জীবৎকালেই বাঁধা,
তারা গোলাপ বিনিময় করে এটুকু সময়েই,
তারাই রচে ভবিষ্যৎ আর স্বপ্নগুলো।
সব জীবিত নয় সজীব,সবাই ধারণ করেনা জীবিতের সঙ্গা,
কেউ কেউ জীবিত থেকেও মৃতসম
দেহে মনে অসময়ে নামে সন্ধ্যা,
আর কেউ কেউ চলে যায়, জীবিতের খাতা থেকে
নাম মুছে যায়,তবুও জীবিতই থাকে।
জীবিত কথাটিতে লুকিয়ে থাকে
অনেক অবোধ্য, দুর্ভেদ্য অজানা এক বার্তা
জীবনের বহু অধ্যায় থেকে যায় অনেক জীবিতের
পাঠের অগোচর,অপঠিত থেকে যায় বহু অধ্যায়।
---১৬/০২/২০১৯
----
জীবিত মানুষেরা জীবিত থাকে,
জীবিতদের প্রাণ থাকে, মন থাকে
জীবিতদের থাকে রাগ,অনুরাগ
অভিমান ঘেরা কল্পিত কষ্টগুলো
জীবিতদেরই থাকে।
জীবিত যারা তারাই যুদ্ধ করে
তারা হারে,তারা জিতে
তারা কষ্ট পেয়েও হাসে,কাঁদে প্রাপ্তির আনন্দে।
তারা গল্প করে,কখনও সরবে কখনও নীরবে
তারা কথা বলে,যারা জীবিত তারা।
জীবিত মানুষেরা কখনও প্রকাশিত
কখনও থাকে অপ্রকাশিত,
মুখোশের আড়ালে ঢাকা থাকে কেবল
জীবিত মানুষের বিবিধ প্রকাশ।
জীবিত মানুষেরা সাজে বর্ণিল সাজে,
কখনও থাকে বর্ণহীন,
কখনও তারা থাকে নির্মোহ,
অনুভূতিশূন্য,কপট হাসি হাসে।
কখনও দল বেধে তারা যায়
জীবনের অন্বেষণে দূরে, বহু দূরে-
তারা সূর্যোদয় দেখে,তারা সূর্যাস্ত দেখে
তারা রাতের তারায় একাকী খুঁজে ফেরে নিজেকে।
যা কিছু আয়োজন সব জীবিতদের জন্য,
যদিও জীবিতরা জীবৎকালেই বাঁধা,
তারা গোলাপ বিনিময় করে এটুকু সময়েই,
তারাই রচে ভবিষ্যৎ আর স্বপ্নগুলো।
সব জীবিত নয় সজীব,সবাই ধারণ করেনা জীবিতের সঙ্গা,
কেউ কেউ জীবিত থেকেও মৃতসম
দেহে মনে অসময়ে নামে সন্ধ্যা,
আর কেউ কেউ চলে যায়, জীবিতের খাতা থেকে
নাম মুছে যায়,তবুও জীবিতই থাকে।
জীবিত কথাটিতে লুকিয়ে থাকে
অনেক অবোধ্য, দুর্ভেদ্য অজানা এক বার্তা
জীবনের বহু অধ্যায় থেকে যায় অনেক জীবিতের
পাঠের অগোচর,অপঠিত থেকে যায় বহু অধ্যায়।
---১৬/০২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/০২/২০১৯
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০২/২০১৯দারুণ
-
মুন্সি আব্দুল কাদির ১৭/০২/২০১৯ভাল
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০২/২০১৯ভালো।
শুভ কামনা সবসময়।