ভিনদেশি সংস্কৃতির কালোথাবা
ইন্ডিয়ান স্টার গ্রুপ,জি গ্রুপের স্যাটেলাইটস চ্যানেল সহ সব ধরনের আকাশ সংস্কৃতি, আজ আমাদের জনগোষ্ঠীর বৃহৎ অংশ নারী এবং শিশু কিশোরদের বিনোদনের প্রধান উপকরন।
নতুন আরও জনগোষ্ঠীর প্রবেশ আজ সময়ের দাবি !
আমদানিকৃত বিনোদনে চোখ আর মনের যে বিকারতা,তা হয়ত ঠিক হতে পারে -কিন্তু জাতির উৎপাদিত, মেধা মননশীলতার অন্তরালে প্রকাশিত,পঠিত সোনালী উৎপাদনে বিবেকের করুণ মৃত্যু আর প্রজন্মের গালে চপেটাঘাত !
সুনিশ্চত মৃত্যু উপত্যকায় দাড়িয়ে আমদানি করা সংস্কৃতিই পারবে যন্ত্রনা লাঘবে ক্ষীন ভূমিকা রাখতে।
তবে তাই হোক, যাক না বেড়ে লঘু যন্ত্রনার পথের প্রশস্ততা,পাঠক,গ্রাহকের নতুন উন্মাদনায় মুখরিত হয়ে যাক পাখি,অরণ্য,রাখি,বন্ধন,খোকাবাবু সহ নানা রকম বাবুদের আনাগোনা।
প্রশ্ন এবং উৎকন্ঠায় দিনাতিপাত, বিবেকের করাঘাতে নিষ্পেষিত প্রজন্মের আত্মবলিদানের করুণ পথযাত্রা !!
নতুন আরও জনগোষ্ঠীর প্রবেশ আজ সময়ের দাবি !
আমদানিকৃত বিনোদনে চোখ আর মনের যে বিকারতা,তা হয়ত ঠিক হতে পারে -কিন্তু জাতির উৎপাদিত, মেধা মননশীলতার অন্তরালে প্রকাশিত,পঠিত সোনালী উৎপাদনে বিবেকের করুণ মৃত্যু আর প্রজন্মের গালে চপেটাঘাত !
সুনিশ্চত মৃত্যু উপত্যকায় দাড়িয়ে আমদানি করা সংস্কৃতিই পারবে যন্ত্রনা লাঘবে ক্ষীন ভূমিকা রাখতে।
তবে তাই হোক, যাক না বেড়ে লঘু যন্ত্রনার পথের প্রশস্ততা,পাঠক,গ্রাহকের নতুন উন্মাদনায় মুখরিত হয়ে যাক পাখি,অরণ্য,রাখি,বন্ধন,খোকাবাবু সহ নানা রকম বাবুদের আনাগোনা।
প্রশ্ন এবং উৎকন্ঠায় দিনাতিপাত, বিবেকের করাঘাতে নিষ্পেষিত প্রজন্মের আত্মবলিদানের করুণ পথযাত্রা !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১০/০৮/২০২১সঠিক কথা।
-
নাসরীন আক্তার রুবি ০২/০৮/২০২১গুরুত্বপূর্ণ আলোকপাত।
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২৮/০৭/২০২১ভালো লাগলো প্রিয় মানুষ।