আধুনিক নীল চাষী
আবেগের সুতোয় টান পড়েছে,
মর্যাদার সিড়ি আজ ঊর্দ্ধমুখী,
আনন্দাশ্রুর বর্ষনে ভিজবে হৃদয়,
অজানা সুখের ভেলায় ভাসবে মন।
দৃশ্যত আমি ভেসে যাচ্ছি জোয়ারের সাথে।
সাম্যের দুয়ারে কুটারাঘাত করি দিবানিশি,
অসাম্য ফেরারি আজ, অন্তরালে বাস।
কথার বাণিজ্যকরনেব ব্যাস্ত সমাজ,
সুদূরপরাহত বিবেকের চেতনা।
প্রহসনের চর্চাক্ষেত্রে সবাই সুদক্ষ কর্মী,
সংখ্যালঘুর হাতে নিগৃহীত সংখ্যাগরিষ্ঠ।
আজও পৃথিবীতে নীল চাষী আছে !!
নীলের রং টা পরিবর্তন হয়েছে,
যুগের প্রয়োজনে চাষের ধরনটা পাল্টে গেছে।
কৃষক সমাজেও আমূল পরিবর্তন !
বদলে গেছে চাষীর দল।
তবে একচুল পরিমানও পাল্টাই নি মহাজনের নীতি,
আদর্শের বিচারে মানদন্ড অপরিবর্তনীয়।
মর্যাদার সিড়ি আজ ঊর্দ্ধমুখী,
আনন্দাশ্রুর বর্ষনে ভিজবে হৃদয়,
অজানা সুখের ভেলায় ভাসবে মন।
দৃশ্যত আমি ভেসে যাচ্ছি জোয়ারের সাথে।
সাম্যের দুয়ারে কুটারাঘাত করি দিবানিশি,
অসাম্য ফেরারি আজ, অন্তরালে বাস।
কথার বাণিজ্যকরনেব ব্যাস্ত সমাজ,
সুদূরপরাহত বিবেকের চেতনা।
প্রহসনের চর্চাক্ষেত্রে সবাই সুদক্ষ কর্মী,
সংখ্যালঘুর হাতে নিগৃহীত সংখ্যাগরিষ্ঠ।
আজও পৃথিবীতে নীল চাষী আছে !!
নীলের রং টা পরিবর্তন হয়েছে,
যুগের প্রয়োজনে চাষের ধরনটা পাল্টে গেছে।
কৃষক সমাজেও আমূল পরিবর্তন !
বদলে গেছে চাষীর দল।
তবে একচুল পরিমানও পাল্টাই নি মহাজনের নীতি,
আদর্শের বিচারে মানদন্ড অপরিবর্তনীয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৪/১২/২০২১অসাধারণ
-
জামাল উদ্দিন জীবন ০৫/০৯/২০২১সুন্দর
-
রেদওয়ান আহমেদ বর্ণ ১৩/০৮/২০২১অনিন্দ্যসুন্দর লিখেছেন
-
ফয়জুল মহী ২৪/০৭/২০২১Very good post
-
কানিজ ফাতেমা ২৩/০৭/২০২১চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৭/২০২১ভালো।
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২৩/০৭/২০২১অসাধারণ হয়েছে। খুব ভালো লাগলো প্রিয় কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৭/২০২১আছে আগের মহাজন
যুক্তিতে টন টন।