www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আধুনিক নীল চাষী

আবেগের সুতোয় টান পড়েছে,
মর্যাদার সিড়ি আজ ঊর্দ্ধমুখী,
আনন্দাশ্রুর বর্ষনে ভিজবে হৃদয়,
অজানা সুখের ভেলায় ভাসবে মন।

দৃশ্যত আমি ভেসে যাচ্ছি জোয়ারের সাথে।
সাম্যের দুয়ারে কুটারাঘাত করি দিবানিশি,
অসাম্য ফেরারি আজ, অন্তরালে বাস।

কথার বাণিজ্যকরনেব ব্যাস্ত সমাজ,
সুদূরপরাহত বিবেকের চেতনা।
প্রহসনের চর্চাক্ষেত্রে সবাই সুদক্ষ কর্মী,
সংখ্যালঘুর হাতে নিগৃহীত সংখ্যাগরিষ্ঠ।

আজও পৃথিবীতে নীল চাষী আছে !!
নীলের রং টা পরিবর্তন হয়েছে,
যুগের প্রয়োজনে চাষের ধরনটা পাল্টে গেছে।
কৃষক সমাজেও আমূল পরিবর্তন !
বদলে গেছে চাষীর দল।

তবে একচুল পরিমানও পাল্টাই নি মহাজনের নীতি,
আদর্শের বিচারে মানদন্ড অপরিবর্তনীয়।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৪৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১৪/১২/২০২১
    অসাধারণ
  • সুন্দর
  • অনিন্দ্যসুন্দর লিখেছেন
  • ফয়জুল মহী ২৪/০৭/২০২১
    Very good post
  • কানিজ ফাতেমা ২৩/০৭/২০২১
    চমৎকার
  • ভালো।
  • অসাধারণ হয়েছে। খুব ভালো লাগলো প্রিয় কবি।
  • আছে আগের মহাজন
    যুক্তিতে টন টন।
 
Quantcast