পাগলীটা মা হয়েছে
দেশ,জাতি, বিবেক, আবেগ,মাতৃত্ব,কষ্ট,
আর আর্তনাদ যেন একীভূত নির্দিষ্ট বিন্দুতে।
খবরওয়ালাদের সৌজন্যে সুপাঠ্য এমন
রমরমা খবরে হয়ত কেউ কেউ আতঁকে উঠবে,
কারও হয়ত হৃদয়ের মানবিকতার বাঁধ ভেঙ্গে
লোনা পানির জোয়ার আসবে !!!
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নবান
আর স্ট্যাটাসের জ্যাম লাগবে!
উত্তর দিবে কি কেউ??? বাবা হল কে??
নষ্ট দুর্গন্ধময় সমাজের উইপোকারা
আজ ঢিবির বাইরে,তেলাপোকারা
পাখির মর্যাদায় বাঁচে। অন্ধ,বধির,প্রতিবন্ধী
হওয়ার নৈতিক প্রতিযোগিতায় পরিপূর্ণ সমাজ।
উত্তর খুজবে কি কেউ?? বাবা হল কে??
নর রুপী পশুর বিচরণে প্রকম্পিত এই দেশ
নারীর খোলসে পাগলীর আর্তনাদ যেন ঢুকে না -
নির্লজ্জ আর বেহায়াপনার লৌহ প্রাচীরেঘেরা
এই সমাজ আর সমাজপতিদের কর্ণকুহরে!!
উত্তর কি পাবে?? বাবা হল কে??
হাইভোল্টেজ তদন্ত কমিটির দাবিকরা
সংগ্রামীরা সেলফি আর ফটোসেশনে -বালুময় নির্জনে ভূমিষ্ঠ,, পাগলীর পতির সন্ধান চাইবে !!
সন্ধান মিলবে তো??? বাবা হল কে??
আর আর্তনাদ যেন একীভূত নির্দিষ্ট বিন্দুতে।
খবরওয়ালাদের সৌজন্যে সুপাঠ্য এমন
রমরমা খবরে হয়ত কেউ কেউ আতঁকে উঠবে,
কারও হয়ত হৃদয়ের মানবিকতার বাঁধ ভেঙ্গে
লোনা পানির জোয়ার আসবে !!!
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নবান
আর স্ট্যাটাসের জ্যাম লাগবে!
উত্তর দিবে কি কেউ??? বাবা হল কে??
নষ্ট দুর্গন্ধময় সমাজের উইপোকারা
আজ ঢিবির বাইরে,তেলাপোকারা
পাখির মর্যাদায় বাঁচে। অন্ধ,বধির,প্রতিবন্ধী
হওয়ার নৈতিক প্রতিযোগিতায় পরিপূর্ণ সমাজ।
উত্তর খুজবে কি কেউ?? বাবা হল কে??
নর রুপী পশুর বিচরণে প্রকম্পিত এই দেশ
নারীর খোলসে পাগলীর আর্তনাদ যেন ঢুকে না -
নির্লজ্জ আর বেহায়াপনার লৌহ প্রাচীরেঘেরা
এই সমাজ আর সমাজপতিদের কর্ণকুহরে!!
উত্তর কি পাবে?? বাবা হল কে??
হাইভোল্টেজ তদন্ত কমিটির দাবিকরা
সংগ্রামীরা সেলফি আর ফটোসেশনে -বালুময় নির্জনে ভূমিষ্ঠ,, পাগলীর পতির সন্ধান চাইবে !!
সন্ধান মিলবে তো??? বাবা হল কে??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো ইসমাইল ০১/০৮/২০২১মন্তব্য করার মত ভাষা আমার নেই।
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২৪/০৭/২০২১এ জাতির তরে লজ্জিত বিবেক।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৭/২০২১পিতাকে খুঁজে পাওয়া যাবে না।
-
তাবেরী ২৪/০৭/২০২১দারুণ লেখনী
-
ফয়জুল মহী ২৪/০৭/২০২১নিজেকে মহান ও মানবিক করি না