www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাগলীটা মা হয়েছে

দেশ,জাতি, বিবেক, আবেগ,মাতৃত্ব,কষ্ট,
আর আর্তনাদ যেন একীভূত নির্দিষ্ট বিন্দুতে।

খবরওয়ালাদের সৌজন্যে সুপাঠ্য এমন
রমরমা খবরে হয়ত কেউ কেউ আতঁকে উঠবে,
কারও হয়ত হৃদয়ের মানবিকতার বাঁধ ভেঙ্গে
লোনা পানির জোয়ার আসবে !!!
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নবান
আর স্ট্যাটাসের জ্যাম লাগবে!
উত্তর দিবে কি কেউ??? বাবা হল কে??

নষ্ট দুর্গন্ধময় সমাজের উইপোকারা
আজ ঢিবির বাইরে,তেলাপোকারা
পাখির মর্যাদায় বাঁচে। অন্ধ,বধির,প্রতিবন্ধী
হওয়ার নৈতিক প্রতিযোগিতায় পরিপূর্ণ সমাজ।
উত্তর খুজবে কি কেউ?? বাবা হল কে??

নর রুপী পশুর বিচরণে প্রকম্পিত এই দেশ
নারীর খোলসে পাগলীর আর্তনাদ যেন ঢুকে না -
নির্লজ্জ আর বেহায়াপনার লৌহ প্রাচীরেঘেরা
এই সমাজ আর সমাজপতিদের কর্ণকুহরে!!
উত্তর কি পাবে?? বাবা হল কে??

হাইভোল্টেজ তদন্ত কমিটির দাবিকরা
সংগ্রামীরা সেলফি আর ফটোসেশনে -বালুময় নির্জনে ভূমিষ্ঠ,, পাগলীর পতির সন্ধান চাইবে !!

সন্ধান মিলবে তো??? বাবা হল কে??
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৪৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মো ইসমাইল ০১/০৮/২০২১
    মন্তব্য করার মত ভাষা আমার নেই।
  • এ জাতির তরে লজ্জিত বিবেক।
    • ভাস্কর অনির্বাণ ২৪/০৭/২০২১
      প্রিয় কবি অশেষ ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
      সত্যিই আমাদের বিবেক আজ ঘুমরে কেঁদে উঠে বলতে না পারা জমা কষ্টের আলিঙ্গনে।
  • পিতাকে খুঁজে পাওয়া যাবে না।
    • ভাস্কর অনির্বাণ ২৪/০৭/২০২১
      কৃতজ্ঞতা কবি
    • ভাস্কর অনির্বাণ ২৪/০৭/২০২১
      কেন নয়??
      এ জাতির কিছু দুপায়ো জানোয়ারের দল আমাদের চারপাশে মানুষের মুখোশে ঘুরে বেড়ায় আর পিতৃ পরিচয়হীন জাতকের জন্ম দেয়।
      পাগলীটাও বাদ যায় নি!!!
      এ সমাজের ভদ্রলোকেরা আজ উটপাখির মত মাটির ঢিবিতে মুখ লুকায় সত্যের মুখোমুখি হবে বলে।
      সত্যিই বাবার পরিচয়ের কোন খবর পাইনি কোথাও কোন খবরের কাগজে!!
  • তাবেরী ২৪/০৭/২০২১
    দারুণ লেখনী
  • ফয়জুল মহী ২৪/০৭/২০২১
    নিজেকে মহান ও মানবিক করি না
 
Quantcast