নিখিলেশের সফর
আবেগের গাড়ি চড়ে নিখিলেশ যাই বিরহের বাড়ি।
পথিমধ্যে দেখা কষ্টের বেপারীর সাথে,
কি আর করা নামমাত্র মূল্যে কিনে হল সব কষ্ট।
মাল্টিকালারের, সমস্যা হবে না বিক্রি করতে
সামনে আঁধারগঞ্জ মোড়ের পরই হৃদয়ভাঙ্গা বাজার।
উফ! কি যে যন্ত্রনা, এদিকে আবার অকৃতজ্ঞ পরিবহনের নিচে চাপা পড়েছে বিশ্বাস,
সংকটাপন্ন অবস্হা!!
কখন যে রাস্তা ফ্রি হবে?
সরলমনা নিখিলেশের ভা ব না য়...
কষ্টগুলো একটু ভারী মনে হচ্ছে,
কোথাও বিক্রি করতে না পারলে
অচিনপুরেতো নিশ্চিত বিক্রি করা যাবে।
হায়রে নিখিলেশ!!!
পথিমধ্যে দেখা কষ্টের বেপারীর সাথে,
কি আর করা নামমাত্র মূল্যে কিনে হল সব কষ্ট।
মাল্টিকালারের, সমস্যা হবে না বিক্রি করতে
সামনে আঁধারগঞ্জ মোড়ের পরই হৃদয়ভাঙ্গা বাজার।
উফ! কি যে যন্ত্রনা, এদিকে আবার অকৃতজ্ঞ পরিবহনের নিচে চাপা পড়েছে বিশ্বাস,
সংকটাপন্ন অবস্হা!!
কখন যে রাস্তা ফ্রি হবে?
সরলমনা নিখিলেশের ভা ব না য়...
কষ্টগুলো একটু ভারী মনে হচ্ছে,
কোথাও বিক্রি করতে না পারলে
অচিনপুরেতো নিশ্চিত বিক্রি করা যাবে।
হায়রে নিখিলেশ!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৭/২০২১ভালো।
-
অভিজিৎ হালদার ২২/০৭/২০২১ওহ
-
ফয়জুল মহী ২২/০৭/২০২১অনবদ্য সৃজন । ঈদ মোবারক 💐