কোরবানি
ত্যাগ আর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আগামী ভোরের প্রত্যাশিত সূর্যটা,প্রখরতায় পুড়ে যাক মনের যত অহংকার।বড়ত্বের ঘনত্বে প্রকাশিত মহত্বের লোক দেখানো জৌলুস দূরীভূত হোক।
পাশের বাড়ির,কাছের বাড়ির দামের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে খুজে ত্যাগের আনন্দ,ঐতিহ্যে নিয়মরক্ষায় প্রদর্শিত ত্যাগের ফেরি করায় ব্যাস্ত ত্যাগের কারবারিরা ।
ত্যাগের কান্ডারিদের কিচেনের অনুপযোগী টুকরো গোশত গুলোর জায়গা হয় তাদের ঝুলিতে যাদের প্রাপ্যতা আছে ন্যায্যতার দাবি করা।
গভীর বরফায়িত সরক্ষন যন্ত্রের মধ্যে সযত্নে রাখা ত্যাগের মহিমা সারা বছর ধরে একটু একটু বাহির করে আনন্দ উৎসবে।
এর থেকে বড় ত্যাগ কি ত্যাগওয়ালা দিতে পারে???
পাশের বাড়ির,কাছের বাড়ির দামের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে খুজে ত্যাগের আনন্দ,ঐতিহ্যে নিয়মরক্ষায় প্রদর্শিত ত্যাগের ফেরি করায় ব্যাস্ত ত্যাগের কারবারিরা ।
ত্যাগের কান্ডারিদের কিচেনের অনুপযোগী টুকরো গোশত গুলোর জায়গা হয় তাদের ঝুলিতে যাদের প্রাপ্যতা আছে ন্যায্যতার দাবি করা।
গভীর বরফায়িত সরক্ষন যন্ত্রের মধ্যে সযত্নে রাখা ত্যাগের মহিমা সারা বছর ধরে একটু একটু বাহির করে আনন্দ উৎসবে।
এর থেকে বড় ত্যাগ কি ত্যাগওয়ালা দিতে পারে???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ২৭/০৭/২০২১না পারে না।
-
ফয়জুল মহী ২০/০৭/২০২১Eid Mubarak