কবিতার হাট
কবিতার হাটে গিয়েছিলাম আজ
সওদা করতে,পাইনি
বেদনার জমিনে "শব্দের" অনাবৃষ্টি।
অনাদরে থাকা অবহেলিত,অসহায় শব্দ
বিপনণে পং পং,সেফুদা, ভাইরাল..!!
এ যেন কালের প্রহসন,নতুন অনাসৃষ্টি।
কবি বা কবিতায় পড়ে না সাড়া,
শুনে না,বুঝে না দেয় না কোন দৃষ্টি।
নষ্ট যুগের ভ্রষ্ট মানুষেরা,
খুজে ফিরে সারাবেলা অশালীন কৃষ্টি।
গল্প কবিতার সৃজন স্রষ্টারাও,
এখন সকাল সন্ধ্যে আরাধনা করে
কখন যে হবে,অবিরাম ধারায়।
হালুয়া রুটির বৃষ্টি।
এ যেন কালের প্রহসন,,নতুন অনাসৃষ্টি।
কবিতার হাটে গিয়েছিলাম,পাইনি কিছু।
অশালীন শব্দ মহাজন আজ,
শালীনের দল ছুঁটে পিছু পিছু।
এ যেন কালের প্রহসন,নতুন অনাসৃষ্টি।
সওদা করতে,পাইনি
বেদনার জমিনে "শব্দের" অনাবৃষ্টি।
অনাদরে থাকা অবহেলিত,অসহায় শব্দ
বিপনণে পং পং,সেফুদা, ভাইরাল..!!
এ যেন কালের প্রহসন,নতুন অনাসৃষ্টি।
কবি বা কবিতায় পড়ে না সাড়া,
শুনে না,বুঝে না দেয় না কোন দৃষ্টি।
নষ্ট যুগের ভ্রষ্ট মানুষেরা,
খুজে ফিরে সারাবেলা অশালীন কৃষ্টি।
গল্প কবিতার সৃজন স্রষ্টারাও,
এখন সকাল সন্ধ্যে আরাধনা করে
কখন যে হবে,অবিরাম ধারায়।
হালুয়া রুটির বৃষ্টি।
এ যেন কালের প্রহসন,,নতুন অনাসৃষ্টি।
কবিতার হাটে গিয়েছিলাম,পাইনি কিছু।
অশালীন শব্দ মহাজন আজ,
শালীনের দল ছুঁটে পিছু পিছু।
এ যেন কালের প্রহসন,নতুন অনাসৃষ্টি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম (রিয়াজ) ২০/০৭/২০২১সুন্দর। ভালো লাগলো।
-
আমিনুল ইসলাম সৈকত ২০/০৭/২০২১দারুণ প্রকাশ পেয়ে। পাঠে তৃপ্ত হলাম। আমার প্রোফাইল এ আমন্ত্রণ
-
ফয়জুল মহী ২০/০৭/২০২১Excellent writen
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৭/২০২১অসাধারণ !
-
ডাঃঅলোক সরকার ১৯/০৭/২০২১প্রিয় কবি,
সত্যি এ দারুন অনাসৃষ্টি।সুন্দর লিখেছেন।খাসা হয়েছে।অভিনন্দন। -
সাইয়িদ রফিকুল হক ১৯/০৭/২০২১ভালো।