জীবনের নানা রঙ
হাজারও খন্ড বিখন্ড মালভূমির সমষ্টিতে গড়ে উঠা পূর্ণাঙ্গ মানব জীবন। বাহ্যিকতায় যা পরিবর্তন, আসলে নতুন মালভূমিতে তা স্হানান্তরিত হওয়া মাত্র।
এটাই ধর্ম,শাস্ত্র,বিজ্ঞান আর চলার গতি-চলার পথে প্রাকৃতিক নিয়মে পরিবর্তিত গতিপথ, নিয়ে যায় অভীষ্ট লক্ষ্যে।
মালভূমির সীমাহীন উন্মুক্ত লক্ষ কোটি পথে প্রবেশ অনুপ্রবেশ যাই করা হোক না কেন? উপরের সুবিশাল আকাশটার গাড় নীল কখন হয়তো চোখেই পড়বে না।
কখন বিবর্ন নীল,রক্তিম লাল আভা আবার কখনো সাদা মেঘের আনাগোনা চোখে পড়বে।
চলার পথ সবার অভিন্ন কিন্তু নিয়তির বিধানে নানান রঙের মালভূমিতে আকাশটায় শুধু থাকে বিভিন্ন সাজে।
এটাই ধর্ম,শাস্ত্র,বিজ্ঞান আর চলার গতি-চলার পথে প্রাকৃতিক নিয়মে পরিবর্তিত গতিপথ, নিয়ে যায় অভীষ্ট লক্ষ্যে।
মালভূমির সীমাহীন উন্মুক্ত লক্ষ কোটি পথে প্রবেশ অনুপ্রবেশ যাই করা হোক না কেন? উপরের সুবিশাল আকাশটার গাড় নীল কখন হয়তো চোখেই পড়বে না।
কখন বিবর্ন নীল,রক্তিম লাল আভা আবার কখনো সাদা মেঘের আনাগোনা চোখে পড়বে।
চলার পথ সবার অভিন্ন কিন্তু নিয়তির বিধানে নানান রঙের মালভূমিতে আকাশটায় শুধু থাকে বিভিন্ন সাজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঈনুল ইসলাম ২০/০৭/২০২১মনোমুগ্ধকর লেখা!
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৭/২০২১চমৎকার হয়েছে।
-
ডাঃঅলোক সরকার ১৯/০৭/২০২১সৃষ্টির বৈচিএ্যে মানবের পরিবর্তনই সংগ্রাম করতে অনুপ্রেরণা জাগায় আর কবি সেই পরিবর্তনের আগাম আভাষ জানায় সমাজকে।এখানেই কবির সার্থকতা।ভালো লাগলো কবিতাটা।অভিনন্দন।