www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ZE

"ze" শব্দটির ব্যবহারে আপনাদের মানবিক উৎকর্ষকতা আর জীবন দর্শনের গভীরতা উপলব্ধি করা যায়।
পৃথিবীর পথে প্রান্তরে মানুষের আবরনে বেড়ে উঠা বিধাতার সৃষ্টিরহস্যের এক জ্বলন্ত উদাহরন তাহারা। কষ্ট,নিমর্মতা আর জীবন বাস্তবতার অন্ধকার অলি গলিতে বেড়ে উঠা তাহারা এই ভদ্র মনুষ্য সমাজে ভিনগ্রহের দুপায়ো।

মৌলিক আর মৌলিকতার অন্তর্ধান এখানেই হয় প্রতি মূহুর্তে,মানবাধিকারের হাইভোল্টেজ ফ্রাশ লাইটে,তাহাদের অমানবিক আর্তচিৎকার সভ্য পৃথিবীর সুদৃঢ় প্রাচীর ঘেরা কর্ণকুহরে কখনো পৌছাবে না।
যাদের ঔরসে তাহাদের জন্ম উনারাই বাস্তবতার সুকঠিন ধারাপাতের শুরুটা করেন, নামের বহুমাত্রিকথায় হয়ে যায় তাহারা,,,,শত শত গল্প উপন্যাসে লিপিবদ্ধ করা হয় ""তাহাদের উপখ্যান"" অনন্তকাল অবিরত চলবে বিধাতার এই প্রহসন।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৪৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast