মহাকাল
মহাকাল তোমাকে অভিশাপ দেওয়ার
ক্ষমতাও আজ উদ্বাস্তু-
টেনে হিচঁড়ে নিয়ে যাচ্ছ
এক কাল থেকে আরেককাল।।
টুটি চেঁপে ধরেছ,বাকরুদ্ধ আমি
অবলোকন করি প্রতিনিয়ত
তোমার অনুপ্রবেশ-তুমি মহাকাল।।
মহাকাল-প্রতিনিয়ত আমাকে নিয়ে যাচ্ছ
এক মালভূমি থেকে আরেক মালভূমিতে,
প্রতিটা স্বতন্ত-আন্তঃসম্পর্ক থাকে না।
হাজরো অনিচ্ছা আর নতুনত্বের ভয়
থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারছি না।
তুমি নির্মমতায় পরিপূর্ণ এক
জ্বলন্ত আগ্নেয়গিরি।।
কারো কারো জীবনে অবিরাম ছুটে চল,
করে শত ছলচাতুরী।
তুমি মহাকাল!!!
তুমি আমার আমাকে প্রতি মুহুর্তে পোড়াও,
পুড়ে ছাড়কার দগ্ধ আমি।
মনুষ্য রুপে এক নর কঙ্কাল।
তুমি মহাকাল!!
মহা সমুদ্রের টর্নেডো হয়ে সব কর বানছাল।
কেন শুধুই আমার জীবনে শত্রুর বেশে
আসো বারংবার,ধরাশায়ী আমি চিরকাল।
মহাকাল!!!
ক্ষমতাও আজ উদ্বাস্তু-
টেনে হিচঁড়ে নিয়ে যাচ্ছ
এক কাল থেকে আরেককাল।।
টুটি চেঁপে ধরেছ,বাকরুদ্ধ আমি
অবলোকন করি প্রতিনিয়ত
তোমার অনুপ্রবেশ-তুমি মহাকাল।।
মহাকাল-প্রতিনিয়ত আমাকে নিয়ে যাচ্ছ
এক মালভূমি থেকে আরেক মালভূমিতে,
প্রতিটা স্বতন্ত-আন্তঃসম্পর্ক থাকে না।
হাজরো অনিচ্ছা আর নতুনত্বের ভয়
থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারছি না।
তুমি নির্মমতায় পরিপূর্ণ এক
জ্বলন্ত আগ্নেয়গিরি।।
কারো কারো জীবনে অবিরাম ছুটে চল,
করে শত ছলচাতুরী।
তুমি মহাকাল!!!
তুমি আমার আমাকে প্রতি মুহুর্তে পোড়াও,
পুড়ে ছাড়কার দগ্ধ আমি।
মনুষ্য রুপে এক নর কঙ্কাল।
তুমি মহাকাল!!
মহা সমুদ্রের টর্নেডো হয়ে সব কর বানছাল।
কেন শুধুই আমার জীবনে শত্রুর বেশে
আসো বারংবার,ধরাশায়ী আমি চিরকাল।
মহাকাল!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৯/০৭/২০২১দারুণ
-
Md. Rayhan Kazi ১৯/০৭/২০২১অসাধারণ লেখনী
-
কবি অন্তর চন্দ্র ১৮/০৭/২০২১চমৎকার
-
সৌরভ ভূঞ্যা ১৮/০৭/২০২১এ মনুষ্য জীবন তো মহাকালের হাতের পুতুল।
-
ডাঃঅলোক সরকার ১৮/০৭/২০২১দারুন লিখেছেন কবি।শুভেচ্ছা।