www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মসজিদে বই এর আলমারিতে তালামেরে জ্ঞান অর্জনের পথ বন্ধ করা । অনেক মসজিদে বাংলা অনুবাদ কোরআন রাখা হয় না

জীবনে একটি শিক্ষিত লোককেও একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করে দিতে দেখিনি । যত ভালো কাজই থাক লাইব্রেরি প্রতিষ্ঠার মত ভালো কাজ কয়টা আছে তা জানা নেই ।
এমনিতেই বাঙ্গালিরা পাঠে অলস । তার উপর বই এর আলমারিতে তালা মেরে সবাই যে বই চোর তা বুঝিয়ে দেওয়া হয় ।
জনগনের টাকাতে মসজিদে বই কিনে আলমারি ভর্তি করে রাখা হয় । আর মসজিদের গৌরব বৃদ্ধি করা হয়। মসজিদের বই এর আলমারির দরজায় থাকা উচিৎ না । সেখানে দরজায় তালা মেরে বই থেকে মানুষকে দুরে রাখা হয় ।

পৃথিবীতে সবার আগে মাতৃভাষা ।সারাদিন কোরআন শরীফ আরবিতে পড়ে বুঝতে পারলেন না । এই পড়াতে আপনার আমার প্রকৃত জ্ঞানার্জন হবে কিনা ভেবে দেখার দরকার ।
তবে প্রচলিত কিছু ভন্ড কোরআনের অনুবাদ আপনাকে পড়তে নিষেধ করবে । কারন কোরআন পড়ে আপনি যদি তাদের ভন্ডামি টের পান তবে তাদের খবর আছে ।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১০৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast