আমার মূল্য হয়নি কোনখানে
গাছ থেকে ডাল ভেঙে গেল!
জেলে একটি মাছও পায়নি!
জুয়াতে ফিরাল হল জুয়াড়ী!
দাবানলে বন কাদে!
আমি কাদি না কেদে!
রাস্তার ধুলিকে উড়তে দেখেছি
আমাকে আমার চিন্তা ফিরাল করে
আমি এক ভবঘুরে!
আমি জুলুম করি নিজের সাথে
ছোট শিশুটি মার খেল জুলুম করেছিল বলে!
আজ রাতে মার খেল শ্রমীক শ্রমের মূল্য পায়নি বলে!
আমার মন আছে মন কাঁদে না বলে।
সব মানুষের মন কাঁদে
আমি ভিন্ন কি ভিন্ন নয় একারনে
আমার ছাদে মাকরোসা আছে।
আমার সিড়িতে ভাঙা পটি আছে
গাছের যে পাতাকে পোকাতে খেয়েছে।
মানষের ক্যানসার হলে সে মরতে পারে
আমার মূল্য হয়নি কোনখানে।
আমাকে ধন্যবাদ দিলে আমি আমি ভাবি
কিভাবে খুশি করব তাকে ?
জেলে একটি মাছও পায়নি!
জুয়াতে ফিরাল হল জুয়াড়ী!
দাবানলে বন কাদে!
আমি কাদি না কেদে!
রাস্তার ধুলিকে উড়তে দেখেছি
আমাকে আমার চিন্তা ফিরাল করে
আমি এক ভবঘুরে!
আমি জুলুম করি নিজের সাথে
ছোট শিশুটি মার খেল জুলুম করেছিল বলে!
আজ রাতে মার খেল শ্রমীক শ্রমের মূল্য পায়নি বলে!
আমার মন আছে মন কাঁদে না বলে।
সব মানুষের মন কাঁদে
আমি ভিন্ন কি ভিন্ন নয় একারনে
আমার ছাদে মাকরোসা আছে।
আমার সিড়িতে ভাঙা পটি আছে
গাছের যে পাতাকে পোকাতে খেয়েছে।
মানষের ক্যানসার হলে সে মরতে পারে
আমার মূল্য হয়নি কোনখানে।
আমাকে ধন্যবাদ দিলে আমি আমি ভাবি
কিভাবে খুশি করব তাকে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ মাগফুর ১৪/০৬/২০১৫
-
T s J ১২/০৬/২০১৫খালিদ ভাই মাকরশা আমি ভয় পাই, ধন্যবাদ সুন্দর কবিতা লেখার জন্য
কিন্তু বুঝলাম না, "আমি কাদি না কেদে" মানে কী?