কলম
★কলম★(34)
(০৭/০৯/২০১৮)
হে কলম তুমি আল্লাহ্ প্রথম সৃষ্টি
জড় নয় যেন আস্ত জীব।
ঝড়ের গতিতে তোমার আদর্শ
হুকুম করে যাহা মনিব!
খালি করনি তো কোন হস্ত,
করিয়াছ সবারে ব্যস্ত,
ভরণপোষণ নিয়া সমস্ত।
বর্তমানে লিখে দাও আদর্শ অনাদর্শ,
আদি থেকে এখনো ব্যস্ত সব বর্ষ।
তুমি লিখে দিতে পারো,
তা কভু গ্রাহ্য কভু অগ্রাহ্য,
হুকুমতের হুকুম তোমার
করো কত সহ্য।
তুমি মৃত্যুর আগপর্যন্ত থেমোনা,
কভু আসন ছেড়ে নেমোনা।
লিখো.... আরও লিখো!
কিন্তু মানবের বুকে সত্যের
বোমা মারতে শিখো।।
(((কালাম হাবিব
সাহাবানচক,
বেদরাবাদ,
মালদা)))
(০৭/০৯/২০১৮)
হে কলম তুমি আল্লাহ্ প্রথম সৃষ্টি
জড় নয় যেন আস্ত জীব।
ঝড়ের গতিতে তোমার আদর্শ
হুকুম করে যাহা মনিব!
খালি করনি তো কোন হস্ত,
করিয়াছ সবারে ব্যস্ত,
ভরণপোষণ নিয়া সমস্ত।
বর্তমানে লিখে দাও আদর্শ অনাদর্শ,
আদি থেকে এখনো ব্যস্ত সব বর্ষ।
তুমি লিখে দিতে পারো,
তা কভু গ্রাহ্য কভু অগ্রাহ্য,
হুকুমতের হুকুম তোমার
করো কত সহ্য।
তুমি মৃত্যুর আগপর্যন্ত থেমোনা,
কভু আসন ছেড়ে নেমোনা।
লিখো.... আরও লিখো!
কিন্তু মানবের বুকে সত্যের
বোমা মারতে শিখো।।
(((কালাম হাবিব
সাহাবানচক,
বেদরাবাদ,
মালদা)))
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩১/১০/২০১৮কলম বড় শক্তিশালী।
-
অরন্য রানা ৩১/১০/২০১৮অসাধারন প্রকাশ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩১/১০/২০১৮অসাধারন