আমি কে
আমি কে?প্রশ্ন জাগে মনে।
প্রচুর তথ্য মেলে। বুঝে ক'জনে?
এত বড়ো একটা দুনিয়ায়।
খুঁজে পাব কি আমি আমায়?
প্রাণের মহামানব আমি!
দূঃখ-কস্ট,জালা-যন্ত্রণার আর বিপদগামী!
কত কত ক্ষুদ্র ক্ষুদ্র জীবের পৃথীবিতে ঘটেছে সম্ননয়!
তাহার চেয়েও কত ক্ষুদ্র আমি জানেনা জগতময়!
পৃথীবিতে বিচরণ আমার,কিযে আমার কাজ?
সে কথা তো ভাবেনা মন,মনে চলে শয়তানী রাজ!
আমি তো জীব জগতের সবচেয়ে জঘন্য!
পেতে হবে কঠিন শাস্তি আমায়, তার জন্য।
শাস্তি কি জন্য? ভাবি আমি যে!
তখনই প্রশ্ন জাগে, আমি কে?
প্রচুর তথ্য মেলে। বুঝে ক'জনে?
এত বড়ো একটা দুনিয়ায়।
খুঁজে পাব কি আমি আমায়?
প্রাণের মহামানব আমি!
দূঃখ-কস্ট,জালা-যন্ত্রণার আর বিপদগামী!
কত কত ক্ষুদ্র ক্ষুদ্র জীবের পৃথীবিতে ঘটেছে সম্ননয়!
তাহার চেয়েও কত ক্ষুদ্র আমি জানেনা জগতময়!
পৃথীবিতে বিচরণ আমার,কিযে আমার কাজ?
সে কথা তো ভাবেনা মন,মনে চলে শয়তানী রাজ!
আমি তো জীব জগতের সবচেয়ে জঘন্য!
পেতে হবে কঠিন শাস্তি আমায়, তার জন্য।
শাস্তি কি জন্য? ভাবি আমি যে!
তখনই প্রশ্ন জাগে, আমি কে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/১০/২০১৮অপূর্ব