www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিছিন্ন আর অসংলগ্ন অনুভূতি শেষবেলার

তোমার মুখ খানি যখন চোখে করে, আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
তুমি তখন অন্য পুরুষের হাতের ঘূর্ণনে ঘূর্ণায়মান ।
তোমার চিন্তায় বিনিদ্র নিশি যখন যাপন করছি কষ্টের
ওহে প্রিয় মোর,ঠিক তখনি তুমি রানী হয়ে অন্যের স্বপ্নে বিভোর ।
ভালবাসার জগতে হয়েছি ভিখারি,চেয়েছি ঐ দুই হাত
চেয়েছি শুধুই ভালবাসা আর একটি স্বপ্নিল প্রভাত ।

--------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------
কেমন আছ ? জানি না !কোথায় আছ ? তাও জানি না ।
আঁচলের আড়ালে মুখ লুকানোর অভ্যাসটা তোমার অনেক দিনের
সেই যে সে বার যখন বাবা এসে পড়েছিল কালেক্টরেট অফিসের সামনে
তোমার আর আমার সে যে কি রকমের ভয় ,দেখার মত ।
তুমি মুখখানি আঁচলে লুকিয়ে, নিজেকে গুটিয়েছিলে নিজের ভিতর ।
বাবা সে বার জানতেও পারেনি তুমিই আমার অতন্দ্রিলা ।
আর একটি বার এসে দেখিয়ে যাও না ঐ দুধে আলতা মুখখানি ।
-------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------

জানো আমার এখন তেমন কাজ নেই!বেকার !
অহ না, ভুল বলেছি,কাজ একটা আছে !
তোমার কথা সময় মাফিক মনে করা ।
কোন বেতন নেই, নেই কোন ভ্রমণ বা উৎসব ভাতা
শুধুই বিনামূল্যে চোখের জল ফেলে চলেছি ।
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------

এখনও কি কবিতা লেখো রাত জেগে ?
গান গাও কি আগের মত উচ্চ স্বরে ?
পাড়ার যত হিংসুটে মেয়েরা আর তোমার দিকে তাকিয়ে মুখ ভেংচানি দেয় ?

তোমার রুপের কারণে যারা অহর্নিশ জ্বলত, সেই যে মৌমিতা
নামের মেয়েটা ? মনে নেই ?লম্বা আর শ্যামলা
তোমার সাথে আমাকে দেখে পাড়াতে রটিয়ে দিয়েছিল ।
সারা পাড়া মুখরোচক গল্পে ম ম করছিল ।
কত কথায় না শুনতে হয়েছিল আমার অতন্দ্রিলাকে
আর তারপরেই তো রচিত হল আমার শেষ শয়াণ !
তোমার বিয়ে ,পাত্র আমেরিকা ফেরত কোটিপতি বাপের গুণধর পুত্র ।
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------

“কাগজের নৌকা নাকি ভাসিয়েছি আমি তোমার জীবন মাঝে”
তুমি তো বলেই খুশি ! কি নিদারুণ অন্তরদহনে আমি তখন ।
ভাবনি তুমি ! আমার কথা আমার অনুভূতি গুলি তোমার যেগুলি
খেলনার বস্তু ছিল, কখনো আমার ভালবাসাকে একটু ছুঁয়ে দেখেছ ?
মন দিয়ে মনটা দেখার চেষ্টা করেছ ?করোনি তো ?!!হা হা হা ।
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------

চিরদিনের সেই গান টা একবার কাছে এসে বলে যাও
শেষ বারের মত ,আর কখনো ডাকব না ,জ্বালাব না তোমায় কথা দিচ্ছি ।
শেষ বারের মত ঐ আঁচলে ভরা মুখ টা দেখিয়ে যাও ,শুধুই একবারের জন্য ।
তার পর আমি মিশে যাব অনন্তকালের প্রেমিক পুরুষের ভিড়ে
হারিয়ে যাব নিরিক্ষ রেখায় নয় তো দূরের কোন কৃষ্ণ গহ্বরে !!!
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ৩১/০৩/২০১৫
    কবিতার কবিতায় সুন্দর এক গল্প হয়ে গেল ।
    অনেক ভা্লো লাগল ।
  • সবুজ আহমেদ কক্স ৩০/০৩/২০১৫
    মুগ্ধ
 
Quantcast