www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু একবার বল ভালবাসবে আমায়

তোমার জন্য আনব ১০৮ টি স্থল পদ্ম
কাঞ্ছনজঙ্গার বুনো গন্ধে করবো শোভিত
নাগরিক ব্যস্ততার মাঝেও গ্রাম্য আদরের পেলব ছোঁয়াব
শুধু একবার বল ভালবাসবে আমায় ।

নগ্ন অভিলাসে নয়, পূর্ণ প্রেমের আহবানে
চির সবুজের মাঝে নিলাভ রঙের স্বপ্ন বিভর না হয়ে ----
জ্বলতে জ্বলতে ম্রিয়মান হবার পথেও ভালবাসব।
কাছে আসব,ভালবাসার বুননে নতুন দিনের সূচনা করে ।

শুধু পারস্পারিক মিথস্ক্রিয়া আর সাময়িক অভিসার নয়,
চিরদিনের অনন্ত সুখের নিরালা গড়ব তুমি আর আমি !

তোমার জন্য গৃহত্যাগী হয়ে বসন্তের দেশে যাবার
চিন্তায় সমাপ্তি টানব ।
জীবন সৈকতের অদৃশ্য বালুভুমিতে হয়ে থাকব
ভালবাসার বালুচরি হংসমিথুন ।

নিভৃতচারী প্রেমিক আমি ,তোমার জন্য চেয়ে
আছি জীবনের অসমান্তরাল পথরেখায় ।
অপেক্ষা ঐ দুটি হাতের যেখানে লুকিয়ে আছে
আমার সুপ্ত বাসনার ,সূচনা নতুনের ।

জানি না তোমার অভিলাস ,অনুভব আর অনুরণন
জানতে চাই ,খুঁজতে চাই তোমাকে আর
ভালবাসতে চাই প্রতিক্ষন ।

দেখতে কি পাও তুমি আমার চোখের ক্ষুধার্ত আর
নরম চাহনি ? যা কিনা খুঁজে ফিরে তোমায় !
আমার বুকের কম্পনে কি তোমার হৃদয় স্পন্দিত হয় না ?
নিছক মোহের বশে নয় ,একটি আবেগি হৃদয়ের জন্য
শুধু একবার বল ভালবাসবে আমায় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫
    চমৎকার লিখা
  • অগ্নিপক্ষ ১৩/০৩/২০১৫
    লাভলি!
  • মল্লিকা রায় ১৩/০৩/২০১৫
    চমত্কার কাব্য।মুগ্ধ হলাম কবিবন্ধু।
  • নাজমুল আহসান ১২/০৩/২০১৫
    অপূর্ব
  • ভালবাসার আকাংখা।
 
Quantcast