শুধু একবার বল ভালবাসবে আমায়
তোমার জন্য আনব ১০৮ টি স্থল পদ্ম
কাঞ্ছনজঙ্গার বুনো গন্ধে করবো শোভিত
নাগরিক ব্যস্ততার মাঝেও গ্রাম্য আদরের পেলব ছোঁয়াব
শুধু একবার বল ভালবাসবে আমায় ।
নগ্ন অভিলাসে নয়, পূর্ণ প্রেমের আহবানে
চির সবুজের মাঝে নিলাভ রঙের স্বপ্ন বিভর না হয়ে ----
জ্বলতে জ্বলতে ম্রিয়মান হবার পথেও ভালবাসব।
কাছে আসব,ভালবাসার বুননে নতুন দিনের সূচনা করে ।
শুধু পারস্পারিক মিথস্ক্রিয়া আর সাময়িক অভিসার নয়,
চিরদিনের অনন্ত সুখের নিরালা গড়ব তুমি আর আমি !
তোমার জন্য গৃহত্যাগী হয়ে বসন্তের দেশে যাবার
চিন্তায় সমাপ্তি টানব ।
জীবন সৈকতের অদৃশ্য বালুভুমিতে হয়ে থাকব
ভালবাসার বালুচরি হংসমিথুন ।
নিভৃতচারী প্রেমিক আমি ,তোমার জন্য চেয়ে
আছি জীবনের অসমান্তরাল পথরেখায় ।
অপেক্ষা ঐ দুটি হাতের যেখানে লুকিয়ে আছে
আমার সুপ্ত বাসনার ,সূচনা নতুনের ।
জানি না তোমার অভিলাস ,অনুভব আর অনুরণন
জানতে চাই ,খুঁজতে চাই তোমাকে আর
ভালবাসতে চাই প্রতিক্ষন ।
দেখতে কি পাও তুমি আমার চোখের ক্ষুধার্ত আর
নরম চাহনি ? যা কিনা খুঁজে ফিরে তোমায় !
আমার বুকের কম্পনে কি তোমার হৃদয় স্পন্দিত হয় না ?
নিছক মোহের বশে নয় ,একটি আবেগি হৃদয়ের জন্য
শুধু একবার বল ভালবাসবে আমায় ।
কাঞ্ছনজঙ্গার বুনো গন্ধে করবো শোভিত
নাগরিক ব্যস্ততার মাঝেও গ্রাম্য আদরের পেলব ছোঁয়াব
শুধু একবার বল ভালবাসবে আমায় ।
নগ্ন অভিলাসে নয়, পূর্ণ প্রেমের আহবানে
চির সবুজের মাঝে নিলাভ রঙের স্বপ্ন বিভর না হয়ে ----
জ্বলতে জ্বলতে ম্রিয়মান হবার পথেও ভালবাসব।
কাছে আসব,ভালবাসার বুননে নতুন দিনের সূচনা করে ।
শুধু পারস্পারিক মিথস্ক্রিয়া আর সাময়িক অভিসার নয়,
চিরদিনের অনন্ত সুখের নিরালা গড়ব তুমি আর আমি !
তোমার জন্য গৃহত্যাগী হয়ে বসন্তের দেশে যাবার
চিন্তায় সমাপ্তি টানব ।
জীবন সৈকতের অদৃশ্য বালুভুমিতে হয়ে থাকব
ভালবাসার বালুচরি হংসমিথুন ।
নিভৃতচারী প্রেমিক আমি ,তোমার জন্য চেয়ে
আছি জীবনের অসমান্তরাল পথরেখায় ।
অপেক্ষা ঐ দুটি হাতের যেখানে লুকিয়ে আছে
আমার সুপ্ত বাসনার ,সূচনা নতুনের ।
জানি না তোমার অভিলাস ,অনুভব আর অনুরণন
জানতে চাই ,খুঁজতে চাই তোমাকে আর
ভালবাসতে চাই প্রতিক্ষন ।
দেখতে কি পাও তুমি আমার চোখের ক্ষুধার্ত আর
নরম চাহনি ? যা কিনা খুঁজে ফিরে তোমায় !
আমার বুকের কম্পনে কি তোমার হৃদয় স্পন্দিত হয় না ?
নিছক মোহের বশে নয় ,একটি আবেগি হৃদয়ের জন্য
শুধু একবার বল ভালবাসবে আমায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৪/০৩/২০১৫চমৎকার লিখা
-
অগ্নিপক্ষ ১৩/০৩/২০১৫লাভলি!
-
মল্লিকা রায় ১৩/০৩/২০১৫চমত্কার কাব্য।মুগ্ধ হলাম কবিবন্ধু।
-
নাজমুল আহসান ১২/০৩/২০১৫অপূর্ব
-
স্বপন রোজারিও(১) ১২/০৩/২০১৫ভালবাসার আকাংখা।