একাকীত্ব
একাকীত্ব আমাকে গ্রাস করছে ধীরে ধীরে, হারিয়ে যাচ্ছি ......।
ভুলে যাচ্ছি নীলিমার তীরে নৌকা বাঁধার কথা
হাতড়ে পাচ্ছি না নিজেকে জীবনের অভ্যন্তরে ।
কখনো নিঝুম রাতে আমার এই জনাকীর্ণ শহরে
হাহাকার করা চাঁদের আলোতে চাঁদ টা কেও
বড় একা একা লাগে ,আমার মত ।
কখনো খুব খাপ ছাড়া লাগে নিজেকে
আপাত সুখের মড়কে চাপা পরে আমার
আত্মস্বত্বা ,আমার স্বপ্ন; আমার বিষণ্ণতা ।
তবুও সান্ত্বনা একাকীত্বটা সাথে আছে ----
তাকে নিয়েই না হয়, আমি নতুন করে
কথা সাজাব, আর যাব চীর বসন্তের দেশে ।
ভুলে যাচ্ছি নীলিমার তীরে নৌকা বাঁধার কথা
হাতড়ে পাচ্ছি না নিজেকে জীবনের অভ্যন্তরে ।
কখনো নিঝুম রাতে আমার এই জনাকীর্ণ শহরে
হাহাকার করা চাঁদের আলোতে চাঁদ টা কেও
বড় একা একা লাগে ,আমার মত ।
কখনো খুব খাপ ছাড়া লাগে নিজেকে
আপাত সুখের মড়কে চাপা পরে আমার
আত্মস্বত্বা ,আমার স্বপ্ন; আমার বিষণ্ণতা ।
তবুও সান্ত্বনা একাকীত্বটা সাথে আছে ----
তাকে নিয়েই না হয়, আমি নতুন করে
কথা সাজাব, আর যাব চীর বসন্তের দেশে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২৭/০২/২০১৫ভালো লাগলো
-
অগ্নিপক্ষ ২৭/০২/২০১৫ভেরি গুড
-
নাজমুল আহসান ২৭/০২/২০১৫এ যে কবি সত্তার আত্মকথন । কবি আজন্ম অপাঙক্তেয় । আজন্ম অভিমানী কবির সত্তা । ধন্যবাদ কবি ।
-
সবুজ আহমেদ কক্স ২৭/০২/২০১৫নাইস লিখা
-
আনন্দ মোহন বিশ্বাস ২৭/০২/২০১৫ভাল লাগলো ভাল লেখা !