www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একাকীত্ব

একাকীত্ব আমাকে গ্রাস করছে ধীরে ধীরে, হারিয়ে যাচ্ছি ......।
ভুলে যাচ্ছি নীলিমার তীরে নৌকা বাঁধার কথা
হাতড়ে পাচ্ছি না নিজেকে জীবনের অভ্যন্তরে ।

কখনো নিঝুম রাতে আমার এই জনাকীর্ণ শহরে
হাহাকার করা চাঁদের আলোতে চাঁদ টা কেও
বড় একা একা লাগে ,আমার মত ।

কখনো খুব খাপ ছাড়া লাগে নিজেকে
আপাত সুখের মড়কে চাপা পরে আমার
আত্মস্বত্বা ,আমার স্বপ্ন; আমার বিষণ্ণতা ।

তবুও সান্ত্বনা একাকীত্বটা সাথে আছে ----
তাকে নিয়েই না হয়, আমি নতুন করে
কথা সাজাব, আর যাব চীর বসন্তের দেশে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast