ভালবাসি তোমায়
কিভাবে জানবো আমি ,তুমি আমাকে চাও ?
আমি অন্তর্যামী নয় ,আমি নয় জ্যোতিষী
তুমি বলনি কখনো একটি সুন্দর বিকেলের কথা ।
বলনি, তুমি নিজেকে ধরা দিতে চেয়েছ অনন্ত কালের সঙ্গী হিসেবে
যেপথে দাঁড়িয়ে আছি আমি তোমার প্রতিক্ষায় ।।
তুমি,
একটি বাসের যাত্রীদের ক্লান্তি আর হতাশার গল্প শুনিয়েছ,
বলেছ নীল আকাশের পথ হারান বকের কথা
সকালের প্রাতঃরাশে আধা সিদ্ধ ডিমের কথা।
বুঝিনি তোমার অনুরণন ; অনুভবের বিষণ্ণতা ।।
দূর দিগন্তে যখন আকাশ যাত্রী কোন নভোচারী
মহাশূন্যে দেয় পাড়ি ,পড়ে থাকে মন মাটিতে
তেমন করেই মনটা রেখেছি নীলকণ্ঠ পাখিটির সাড়া পাবার আশায় ।
শুধুই একটি বার শুনতে চেয়ে----
হতাশ হয়েছি বার বার -
"ভালবাসি তোমায়,শুধুই তোমায় " ।
আমি অন্তর্যামী নয় ,আমি নয় জ্যোতিষী
তুমি বলনি কখনো একটি সুন্দর বিকেলের কথা ।
বলনি, তুমি নিজেকে ধরা দিতে চেয়েছ অনন্ত কালের সঙ্গী হিসেবে
যেপথে দাঁড়িয়ে আছি আমি তোমার প্রতিক্ষায় ।।
তুমি,
একটি বাসের যাত্রীদের ক্লান্তি আর হতাশার গল্প শুনিয়েছ,
বলেছ নীল আকাশের পথ হারান বকের কথা
সকালের প্রাতঃরাশে আধা সিদ্ধ ডিমের কথা।
বুঝিনি তোমার অনুরণন ; অনুভবের বিষণ্ণতা ।।
দূর দিগন্তে যখন আকাশ যাত্রী কোন নভোচারী
মহাশূন্যে দেয় পাড়ি ,পড়ে থাকে মন মাটিতে
তেমন করেই মনটা রেখেছি নীলকণ্ঠ পাখিটির সাড়া পাবার আশায় ।
শুধুই একটি বার শুনতে চেয়ে----
হতাশ হয়েছি বার বার -
"ভালবাসি তোমায়,শুধুই তোমায় " ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১৬/০২/২০১৫একের পর এক ছবি আসে, ভাল লাগে। মন সুগন্ধিতে ভরে যায়।
-
শাহাদত হোসেন চৌধুরী ০৯/০২/২০১৫সুন্দর একটি কবিতা
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৮/০২/২০১৫সুন্দর কবিতা। সুন্দর প্রকাশ-ভঙী.........
শুভ কামনা থাকলো আপনার জন্য।
অসংখ্য।। -
সবুজ আহমেদ কক্স ০৮/০২/২০১৫very fine so nice @@@@
-
নিহাল নাফিস ০৮/০২/২০১৫কবিতাটা অনেক সুন্দর । তবে যদি নয় এর জায়গায় নই দিতেন তাহলে বোধকরি আর একটু ভাল হত
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০২/২০১৫রোমান্টিকতায় ভরপুর। ভালো লাগলো।
-
হাসান ইমতি ০৮/০২/২০১৫ভালোবাসা বুঝতে হয় হৃদয় দিয়েই, আর নিজের সুখের চেয়ে অন্য একজন মানুষের ভালো থাকাটা যখন বেশী কাম্য হয়ে ওঠে তখনই তাকে সত্যিকার ভালোবাসা বলা যায় ...