অপেক্ষা তোমার জন্য
কবিতা লেখা শুরু করেছিলাম কোন এক শ্রাবণের রাতে ,
সে রাতে এসেছিল দূরের রাত জাগা পাখিরা তোমার কথা শুনতে -
এসেছিল স্বর্গের দেবতারাও ,দূরে দাঁড়িয়ে দিচ্ছিল উঁকি !
তুমি এলে না বলে, বর্ণহীন স্বপ্নরাও বর্ণ পেল না ।।
চাঁদ এসেছিল আমার ব্যালকনিতে, তারারাও তার পিছু পিছু
নিরন্তর ভালবেসে হারিয়ে যাওয়া এক যাযাবর হয়েছিল রাতের অতিথি আমার
ম্রিয়মাণ আলোতে ভরে ছিল পুরোটা ঘর ----
তুমি এলে না বলে কবিতা আর ভাষা খুঁজে পেল না ।
জানি আসবে না ,হয়ত পারবে না, ছিন্ন করতে ওই মায়াজাল
যেটিতে আটকে হয়েছ মোহগ্রস্ত ,বিহ্বল।
সবাই রাগ করে, একা করে আমাকে, চলে গিয়েছে সে রাতেই
তাই কবিতা লিখে চলেছি এখনও ,আর বসে আছি তোমার অপেক্ষায় !!!
সে রাতে এসেছিল দূরের রাত জাগা পাখিরা তোমার কথা শুনতে -
এসেছিল স্বর্গের দেবতারাও ,দূরে দাঁড়িয়ে দিচ্ছিল উঁকি !
তুমি এলে না বলে, বর্ণহীন স্বপ্নরাও বর্ণ পেল না ।।
চাঁদ এসেছিল আমার ব্যালকনিতে, তারারাও তার পিছু পিছু
নিরন্তর ভালবেসে হারিয়ে যাওয়া এক যাযাবর হয়েছিল রাতের অতিথি আমার
ম্রিয়মাণ আলোতে ভরে ছিল পুরোটা ঘর ----
তুমি এলে না বলে কবিতা আর ভাষা খুঁজে পেল না ।
জানি আসবে না ,হয়ত পারবে না, ছিন্ন করতে ওই মায়াজাল
যেটিতে আটকে হয়েছ মোহগ্রস্ত ,বিহ্বল।
সবাই রাগ করে, একা করে আমাকে, চলে গিয়েছে সে রাতেই
তাই কবিতা লিখে চলেছি এখনও ,আর বসে আছি তোমার অপেক্ষায় !!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ০৫/০২/২০১৫অনন্য এই ভালবাসা । স্বর্ণকুচির মত ঝিলিক দিছে নিকষিত প্রেম ।
-
নাজমুল আহসান ০৩/০২/২০১৫অপেক্ষা ভালবাসাকে পোক্ত করে । ধন্যবাদ ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/০২/২০১৫হমমম। রোমান্টিকতার ছোয়া আছে..............
-
সবুজ আহমেদ কক্স ০৩/০২/২০১৫ভালো ..................।
-
মিজান রহমান ০২/০২/২০১৫চাঁদ এসেছিল আমার ব্যালকনিতে,
তারারাও তার পিছু পিছু
নিরন্তর ভালবেসে হারিয়ে যাওয়া এক
যাযাবর হয়েছিল রাতের অতিথি
ভালো লাগলো ।শুভেচ্ছা নিন -
আতিক রহমান ০২/০২/২০১৫সে ফিরবে, ...... আশা করি। বেশ ভালো লাগলো।
-
স্বপন রোজারিও(১) ০২/০২/২০১৫খুব সুন্দর হয়েছে। আশঅ করি েস আসবে।
-
সুব্রত দাশ আপন ০২/০২/২০১৫হ্যা, বেশ ভালো, ভালো লাগলো কবিতার আহত উক্তিগুলি।
-
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫।ভালো লাগলো
-
আহমাদ মাগফুর ০২/০২/২০১৫তুমি আসবে বলে,,,!
চমৎকার অপেক্ষা কবি...!
চলুক অপেক্ষা...
চলুক কবিতারা....