www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুর্বল

প্রায় দুটি বসন্ত পার করে এমন চোখ কথা আবার বললে---
অতন্দ্রিলা ,
কেমন করে তুমি করলে আমায় দুর্বল ।
ম্রিয়মাণ ধুপছায়ায় ;সূর্যালোকে নশ্বর আলোর মতো !

মুখের চারপাশে তোমার খেলে যাওয়া এক চিলতে হাসি, বড় রহস্যে ভরা ,
লাস্য ভ্রুযুগল কিছু দুরুত্বে থেকেও যেন একই কথা বলছে ।


প্রায় দুটি বসন্ত পার করে গোলাপের পাপড়ির মত ঠোঁট দিয়ে বললে ----
"কবে আসলে ফিরে ?"এরপর নীরবতা তারপর কয়েক ফোঁটা সুখ গাল বেয়ে নেমে এল তোমার !

অতন্দ্রিলা,
কেমন করে করলে নিজেকে দুর্বল ।
এই তুমি তো সেই তুমি নও ! যার চোখ ঈর্ষা আর হাস্যময়তায় ভরা ছিল ; এই দুই বসন্ত আগে ।
সে আজ ভালবাসা আর অশ্রুসিক্ত !!


তবে কি তুমিও ? হয়ত আমিও !
ভালবাসার তীরবিদ্ধ দুই হরিণ হরিণী !!
যার স্পর্শে বুক জুড়ে ওঠে সাইক্লোন, চোখে রোদের চমক !
অতন্দ্রিলা ,কেঁদো না ,বল না কথা ওই ঠোঁটে !
স্থির অতন্দ্রিলা আর তার শুধু দুটি চোখ; শুধুই এই দুটি
দেখতে আবার চলে এলাম ছুটে !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast