www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন ফেরিয়লার খোঁজে

পাতলা ঘুমে আছন্ন কিছু মানুষ
শুয়ে আছে চাদর বিছিয়ে রেল ষ্টেশনের এককোণে
সকাল সবে উঁকি দিয়েছে পুব রাস্তার মোড়ে
সূর্য কুয়াশা কেটে পথ করে দিচ্ছে আলোকে ।

কিছু নারী বাড়ি ফিরছে, সারা রাত কাজ করে
কিছু বাড়ি ছাড়বে সারা দিন কাজ করবে বলে ।
দৃশ্যমান আলোর পার্থক্য আজ তাদের করেছে ভিন্ন ।
সারাদিন ,সারারাত কাজ করবে শুধু একটু স্বপ্ন দেখবে বলে ।

স্বপ্নটাও যেন কেমন ?? বস্তি আর রাস্তায় তার রুপ ভিন্ন
হয়ত সে কখনো রানা প্লাজা , নয়ত কখনো পেট্রোল বোমা
স্বপ্নটাকে তাই টাকা দিয়েই ধার করতে হয় ঐ উঁচুতলা হতে ।

টিফিন ক্যারিয়ারটাকে হাতে নিয়ে তাই নিরন্তর স্বপ্ন খোঁজা
হারিয়ে যাওয়া স্বপ্ন,নতুন স্বপ্ন,পুরানো স্বপ্ন
এ যেন স্বপ্ন ফেরিয়লার পিছনে দৌড়ে বেড়ানর মত ।

সারা দিন স্বপ্ন খুঁজে আবার এলিয়ে পড়া শরীর
ভুলে যাওয়া সব কিছু ! স্বপ্নটিই খালি আটকে থাকে কাঁথার বাইরে ।
ভিতরে যায় না হয়ত কৌশলগত কারণে ।

যত যায় হোক ,
স্বপ্নকে তারা তারপরও খুঁজে নেয় ! তারায় ভরা আকাশের এক ফালি চাঁদে
রুগ্ন শিশুটি দু-এক টাকা দিয়ে দোকান থেকে স্বপ্ন কিনে চুষে খাই ।
অর্ধ উলঙ্গ নারীটি শীর্ণ আর ছেড়া কাপড় দিয়ে স্বপ্নটাকে ঢেকে রাখে নিজের কাছে ।

স্বপ্ন হার মানে, সকল পাওয়া আর না পাওয়ার হিসেব ভুল করা মানুষ গুলোর কাছে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ৩১/০১/২০১৫
    যত নষ্ট যত কষ্ট যত ভয়-সংশয়
    সব প্রেমিকের !
    ঘুমহীন চোখে জ্বালাময়ী বুকে
    কই সুখ চাদর ?
    চাঁদ নেই চাঁদের অলো নেই-
    আছে তার বক্র অধর !
  • অগ্নিপক্ষ ৩১/০১/২০১৫
    ?
  • সবুজ আহমেদ কক্স ৩১/০১/২০১৫
    very nice @
  • খুব বেশি ভাল লাগল
  • বাহ দারুন! লেখাটা অনেক সুন্দর আর প্রতিপাদ্যটা চমৎকার । আপনার লেখা অনেক ভালো লাগলো। চালিয়ে যান।
 
Quantcast