www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ

জানি,
তোকে ছাড়ায় আমার কেটে যাবে কয়েক টা বছর ,কয়েক টা যুগ
তোকে ছাড়ায়--
শুনতে পাব ভোরের আকাশে উড়ন্ত পাখির কলরব
দেখতে পাব ধুধু করা মাঠের পাশে বয়ে চলা যৌবনা নদী,
তবুও ;
আমি হারিয়ে যাব তোকে খোঁজার ছলে, নিরুদ্ধেসের দেশে ।
জানি,
এক টুকরো ভালবাসা খুঁজে পাবো দূর আকাশের তারার মাঝে
গাঙ্গচিলেরা এসে নিয়ে যেতে চাইবে ,দিগন্তের ওপারে !
শুভ্র বরফের মাঝে কোন এক এক্সকিমো আমাকে নিয়ে গান লিখবে ।
তবুও
তোকে ভুলবো না, শুধু একটা বার তোকে ছুয়ে দেবার আশায় ।
জানি,
তোর অপেক্ষায় চাতক হয়েই মরতে হবে ।
তোর জন্য আমার চির বসন্তের দেশে যাবার স্বপ্ন যাবে ঘুচে ।
তোর জন্য হয়ত বা কষ্ট আর বেদনারা হবে প্রতিবেশী
তবুও
স্বপ্নে বিভর হয়ে উদ্ভ্রান্ত মেঘের সাথে দল দেব না ।
শুধুই তোকেই চাইবো ,আর বলব একবার বেড়াতে এসো সুখ !
আমার ঘরে !!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ৩১/০১/২০১৫
    হৃদ মন্দিরে তোমার হৃদয়া হয়েছি ।
  • আসরে প্রথম লেখা। আপনাকে স্বাগতম। লেখাটি ভালো হয়েছে। সামনে হয়তো আরো ভালো ভালো লেখা পাবো। শুভ কামনা থাকলো।
    • কপিল দেব ৩১/০১/২০১৫
      আমি আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী --আমার কবিতা পড়ে যদি ১ জনেরও ভাল লাগে তবে আমি ও আমার কবিতা উভয় সার্থক । ইঞ্জিনিয়ার কবি
      আপনাকে ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিত করার জন্য ।
  • সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫
    দারুণ লাগলো......................................................। কবি কাপল দেব
  • মিজান রহমান ৩০/০১/২০১৫
    শুধুই তোকেই চাইবো ,
    আর বলব একবার
    বেড়াতে এসো সুখ !
    আমার ঘরে !!!

    @এককথায় অসাধারণ ।।

    তারুন্য ব্লগে আপনাকে স্বাগতম ।
  • সুব্রত দাশ আপন ৩০/০১/২০১৫
    চমৎকার লাগলো মনের আবেগময় কথাগুলো।
  • সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫
    ভালো
    সো.........ছন্দ অন্ত্যমিল রাখতে চেষ্টা করলে
    মনে হয় ।আরো ভালো হতো ............... ওকে ......।
  • অস্পষ্ট ছবি ৩০/০১/২০১৫
    nice...
  • কবিতা অনেক ভাল হয়েছে
  • ফিরোজ মানিক ২৯/০১/২০১৫
    অনেক ভাল লগলো কবি। তোকে ছাড়ায় স্থলে তোকে ছাড়াই হবে কি?
  • চমৎকার হয়েছে।
  • ২৯/০১/২০১৫
    লেখা কিন্তু চমৎকার হয়েছে ।
    শুভেচ্ছা রইল ।
  • অগ্নিপক্ষ ২৯/০১/২০১৫
    কপিল দেব
 
Quantcast