বাঙালীর প্রাণের উৎসব
বৈচিত্রময় সাজ রব নব হিল্লোলে
বাঙালীর প্রাণের উৎসব
পহেলা বৈশাখে।
জড়াজীর্ণ পুরাতন সব ফেলে রেখে পিছনে
সতেজ হয় সব কিছু
নববর্ষের আগমনে।
গাহে পাখি ফুটে ফুল নতুন আবেশে
বাঙালীর ঐতিহ্য ওই
পহেলা বৈশাখে।
গ্রামে গঞ্জে মেলা বসে, সেজে নতুন রূপে
আমাদের প্রাণের উৎসব
চারিদিকে উঠে ফুটে
বাঙালীর প্রাণের উৎসব
পহেলা বৈশাখে।
জড়াজীর্ণ পুরাতন সব ফেলে রেখে পিছনে
সতেজ হয় সব কিছু
নববর্ষের আগমনে।
গাহে পাখি ফুটে ফুল নতুন আবেশে
বাঙালীর ঐতিহ্য ওই
পহেলা বৈশাখে।
গ্রামে গঞ্জে মেলা বসে, সেজে নতুন রূপে
আমাদের প্রাণের উৎসব
চারিদিকে উঠে ফুটে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৩/০৪/২০১৯ভালো লাগলো
-
ন্যান্সি দেওয়ান ০৭/০৪/২০১৮Sundor..
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৪/২০১৮অসাধারন
-
এম ডি সবুজ ০৭/০৪/২০১৮সুন্দর , মুগ্ধ হলাম ।
-
সায়ন্ত গোস্বামী ০৭/০৪/২০১৮Sundar lekha