নারী সমাজ
বাংলার আকাশ আজ প্রকম্পিত
কাঁদছে নির্যাতিত নারী।
ধর্ষিতা হয়ে শিশু কিশোরী
করছে আহাজারী।
নরপশুরা হুংকার ছুড়ে
অনাচারে মাতে।
প্রাণ হারাচ্ছে অকালে অনেকে
ওই নরপশুদের হাতে।
আমাদের এই স্বাধীন দেশে
নেই নারীর স্বাধীনতা।
অবহেলিত আজও নারী সমাজ
শৃঙ্খল গলে পরাধীনতা।
এর প্রতিবাদে সকলকে
হতে হবে সোচ্চার।
তাহলেই নারী সমাজ
হতে পারবে তা হতে উদ্ধার।
কাঁদছে নির্যাতিত নারী।
ধর্ষিতা হয়ে শিশু কিশোরী
করছে আহাজারী।
নরপশুরা হুংকার ছুড়ে
অনাচারে মাতে।
প্রাণ হারাচ্ছে অকালে অনেকে
ওই নরপশুদের হাতে।
আমাদের এই স্বাধীন দেশে
নেই নারীর স্বাধীনতা।
অবহেলিত আজও নারী সমাজ
শৃঙ্খল গলে পরাধীনতা।
এর প্রতিবাদে সকলকে
হতে হবে সোচ্চার।
তাহলেই নারী সমাজ
হতে পারবে তা হতে উদ্ধার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০১/০৪/২০১৮বেশ!
-
পি পি আলী আকবর ৩১/০৩/২০১৮দারুণ হয়েছে
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৩/২০১৮অসাধারন লিখেছেন। ধন্যবাদ। অভিনন্দন।