কি কিনবেন ল্যাপটপ নাকি ডেক্সটপ
একটি নতুন কম্পিউটারের একজন সম্ভাব্য ক্রেতা হিসাবে আপনাকে প্রথমে যে সিদ্ধান্ত নিতে হবে তা হল আপনি ল্যাপটপ না ডেস্কটপ কিনবেন। ইদানিং, এ দুটির মধ্যে একটিকে বেছে নেওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কারণ ল্যাপটপগুলি এখন আরো শক্তিশালী ইন্টারনাল কম্পোনেন্ট দিয়ে বানানো হচ্ছে এবং ডেস্কটপ পিসির সাথে তাদের পারফরম্যান্সের ফাঁরাক কমে আসছে।
আমার মতে খোজাখুজি শুরু করার আগে প্রথমে নিজের মানসিকতা পরিবর্তন করা ভাল। আপনাকে ধরে নিতে হবে যে কোনও ডিভাইসই অন্যটির চেয়ে ভাল নয় এবং উভয়েরই নিজস্ব সুবিধা রয়েছে। আমার কাছে দুটি ডিভাইসই যেসব ক্ষেত্রে সুবিধাজনক মনে হয়েচে তা আমি নিচে তুলে ধরলাম। দুটি ডিভাইসের ক্ষেত্রেই আমি ৫টি করে সুবিধা তুলে ধরলাম যাতে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয়।
ডেস্কটপ
১. পিসি সাধারণত ল্যাপটপের চেয়ে বেশি কাস্টমাইজ যোগ্য। যখন আপনি একটি ডেস্কটপ কম্পিউটার নির্বাচন করেন তখন আপনি পিসির প্রতিটি কম্পোনেন্টের জন্য টপ-অফ-দ্য-লাইন কম্পোনেন্ট গুলি বাছাই করতে পারেন।
২. আপনার কম্পিউটিং অভিজ্ঞতা উন্নত করতে আপনি আরও স্টোরেজ, র্যাম এবং একটি ভাল গ্রাফিক্স কার্ড যুক্ত করতে পারেন। ডেস্কটপ পিসিগুলি ব্যাটারিতে চলে না, তাই রিচার্জ করার ঝামেলা নেই।
৩. ডেস্কটপ কম্পিউটারে যত খুশি তত বড় মনিটর ব্যবহার করতে পারবেন।
৪. ডেস্কটপ কম্পিউটারগুলি সাধারণত মেরামত করা সহজ এবং কম ব্যয়বহুল।
৫. ডেস্কটপ কম্পিউটারে রয়েছে আরামদায়ক কীবোর্ড এবং মাউস ব্যবহারও অনেক সহজ।
ল্যাপটপ
১. একটি ল্যাপটপ (একে নোটবুক ও বলা হয়) সহজে বহনযোগ্য, অল-ইন-ওয়ান ডিভাইস। ল্যাপটপের রয়েছে একটি বিল্ট ইন পর্দা, একটি বিল্ট ইন কীবোর্ড, একটি ট্র্যাকপ্যাড যা মাউস হিসাবে কাজ করে এবং ল্যাপটপ বিভিন্ন সাইজের পাওয়া যায়।
২. ল্যাপটপ কম্পিউটারগুলি ডেস্ক বা টেবিলে কম জায়গা নেয় এবং ব্যবহার না করা হলে তুলে রাখা যায়।
৩. ল্যাপটপ কম্পিউটার ব্যবহারে তারের ঝামেলা নেই।
৪. ল্যাপটপ কম শক্তি ব্যবহার করে এবং যেহেতু ব্যাটারি রয়েছে তাই লম্বা বিদ্যুৎ বিভ্রাটের সময়েও
অনেকক্ষন ব্যবহার করা যায়।
৫. ল্যাপটপগুলিতে বিল্ট ইন স্পিকার রয়েছে যা কিছু ক্ষেত্রে, সত্যিই ভাল। এবং যদি আপনি আরও ভাল কিছু চান, আপনি সহজেই এটিকে অন্য অডিও ডিভাইসে সংযুক্ত করতে পারেন।
আচ্ছা এই লিখা পড়ার পরে আপনি কি কিনলেন ল্যাপটপ নাকি ডেক্সটপ? আর এইখানে আর কি কি তুলনা সংযুক্ত করা যেত তা কমেন্ট করে জানান। আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ।
আমার মতে খোজাখুজি শুরু করার আগে প্রথমে নিজের মানসিকতা পরিবর্তন করা ভাল। আপনাকে ধরে নিতে হবে যে কোনও ডিভাইসই অন্যটির চেয়ে ভাল নয় এবং উভয়েরই নিজস্ব সুবিধা রয়েছে। আমার কাছে দুটি ডিভাইসই যেসব ক্ষেত্রে সুবিধাজনক মনে হয়েচে তা আমি নিচে তুলে ধরলাম। দুটি ডিভাইসের ক্ষেত্রেই আমি ৫টি করে সুবিধা তুলে ধরলাম যাতে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হয়।
ডেস্কটপ
১. পিসি সাধারণত ল্যাপটপের চেয়ে বেশি কাস্টমাইজ যোগ্য। যখন আপনি একটি ডেস্কটপ কম্পিউটার নির্বাচন করেন তখন আপনি পিসির প্রতিটি কম্পোনেন্টের জন্য টপ-অফ-দ্য-লাইন কম্পোনেন্ট গুলি বাছাই করতে পারেন।
২. আপনার কম্পিউটিং অভিজ্ঞতা উন্নত করতে আপনি আরও স্টোরেজ, র্যাম এবং একটি ভাল গ্রাফিক্স কার্ড যুক্ত করতে পারেন। ডেস্কটপ পিসিগুলি ব্যাটারিতে চলে না, তাই রিচার্জ করার ঝামেলা নেই।
৩. ডেস্কটপ কম্পিউটারে যত খুশি তত বড় মনিটর ব্যবহার করতে পারবেন।
৪. ডেস্কটপ কম্পিউটারগুলি সাধারণত মেরামত করা সহজ এবং কম ব্যয়বহুল।
৫. ডেস্কটপ কম্পিউটারে রয়েছে আরামদায়ক কীবোর্ড এবং মাউস ব্যবহারও অনেক সহজ।
ল্যাপটপ
১. একটি ল্যাপটপ (একে নোটবুক ও বলা হয়) সহজে বহনযোগ্য, অল-ইন-ওয়ান ডিভাইস। ল্যাপটপের রয়েছে একটি বিল্ট ইন পর্দা, একটি বিল্ট ইন কীবোর্ড, একটি ট্র্যাকপ্যাড যা মাউস হিসাবে কাজ করে এবং ল্যাপটপ বিভিন্ন সাইজের পাওয়া যায়।
২. ল্যাপটপ কম্পিউটারগুলি ডেস্ক বা টেবিলে কম জায়গা নেয় এবং ব্যবহার না করা হলে তুলে রাখা যায়।
৩. ল্যাপটপ কম্পিউটার ব্যবহারে তারের ঝামেলা নেই।
৪. ল্যাপটপ কম শক্তি ব্যবহার করে এবং যেহেতু ব্যাটারি রয়েছে তাই লম্বা বিদ্যুৎ বিভ্রাটের সময়েও
অনেকক্ষন ব্যবহার করা যায়।
৫. ল্যাপটপগুলিতে বিল্ট ইন স্পিকার রয়েছে যা কিছু ক্ষেত্রে, সত্যিই ভাল। এবং যদি আপনি আরও ভাল কিছু চান, আপনি সহজেই এটিকে অন্য অডিও ডিভাইসে সংযুক্ত করতে পারেন।
আচ্ছা এই লিখা পড়ার পরে আপনি কি কিনলেন ল্যাপটপ নাকি ডেক্সটপ? আর এইখানে আর কি কি তুলনা সংযুক্ত করা যেত তা কমেন্ট করে জানান। আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৮/১১/২০২৪
-
suman ০১/০৭/২০২৪খুব গুরুত্বপূর্ণ লেখা
-
আমিনুল ইসলাম সৈকত ২৬/০৩/২০২৩ধন্যবাদ
-
রাফিয়া নূর পূর্বিতা ২১/০১/২০২৩Great
-
অভীক ১৫/১১/২০২২খুব ভালো।
-
নাসিফ আমের চৌধুরী ২৭/০৬/২০২২ভালো লিখা
-
আব্দুর রহমান আনসারী ২৮/০২/২০২২গুরুত্বপূর্ণ
-
এস এম শাহনূর ০৪/০১/২০২২তথ্য সমৃদ্ধ।
-
সেলিম রেজা সাগর ১৯/১১/২০২১বুঝলাম
-
সুব্রত ভৌমিক ৩০/০৯/২০২১সময় উপযোগী লেখা।
শিক্ষানবীশদের উপকার হবে।
ভালো লাগলো। -
ন্যান্সি দেওয়ান ২৮/০৯/২০২১Valo legeche.
-
জামাল উদ্দিন জীবন ০৯/০৯/২০২১সঠিক।
-
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম ০৮/০৯/২০২১গুরুত্বপূর্ণ লেখা
-
অভিজিৎ হালদার ০৩/০৯/২০২১বেশ অনুভব
-
রাফিয়া নূর পূর্বিতা ০২/০৯/২০২১বাহ দারুণ হয়েছে
-
জামাল উদ্দিন জীবন ১২/০৮/২০২১বেশ।
এই পাঠ একজন ক্রেতাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।