বেঁচে আছি মরে যায়নি
নীহারিকা,
আজো বেঁচে আছি মরে যায়নি,
তুমি আমার আপন হবে না তা আগে বুঝি নি।
তবে বুঝলেও তোমাকে ভালোবাসতাম,
দূরে থেকে ভালোবেসে ভালো থাকতাম।
তোমার আমার মাঝে স্মৃতি নির্মিত হতো না,
এই মনে আর কোন ব্যাথা হতো না।
আমার প্রতি তোমার ঘৃণা জন্মিতো না,
দূরে একা নির্জনে বসে এই চোখে অশ্রু ঝরতো না।
কত দিন গেলো, কত রাত গেলো হিসাব কষেছি ডাইরির খাতায়,
তবুও আর ফিরে আসলে না আমার মনের পাতায়।
নীহারিকা, তুমি ভাবছো আমি দুঃখে আছি,
কিন্তু আমি তোমার আমার স্মৃতিগুলো নিয়ে অনেক সুখেয় আছি।
আমার ভালোবাসা'র কুড়ে ঘরটি তোমার পছন্দ হয়নি বলে,
আমাকে একলা করে গেলে চলে।
নতুন আকাশ,নতুন বাতাস,নতুন রাজকুমার,
তোমার কাছে আজ কোন দাম নেই আমার।
সত্যি বলছি নীহারিকা,
তোমার কোন দোষ ছিলো না,
তবে আমার সাথে করলে শুধু ছলনা।
আমি বোকা-পাগল বলে,
আমার সাথে ভালোবাসা'র মিথ্যা অভিনয় করে চলে গেলে।
তুমি ভালো থেকো নীহারিকা,
আমার কুড়ে ঘরে এসি কিংবা উন্নতমানে প্রযুক্তি নেই,
এসব ছাড়া থাকতে তুমি কষ্ট পেতেই।
তোমার কষ্ট মানে আমার কষ্ট,
তুমি সুখে থাকো, আমার জীবন হোক না কেন নষ্ট।।
আজো বেঁচে আছি মরে যায়নি,
তুমি আমার আপন হবে না তা আগে বুঝি নি।
তবে বুঝলেও তোমাকে ভালোবাসতাম,
দূরে থেকে ভালোবেসে ভালো থাকতাম।
তোমার আমার মাঝে স্মৃতি নির্মিত হতো না,
এই মনে আর কোন ব্যাথা হতো না।
আমার প্রতি তোমার ঘৃণা জন্মিতো না,
দূরে একা নির্জনে বসে এই চোখে অশ্রু ঝরতো না।
কত দিন গেলো, কত রাত গেলো হিসাব কষেছি ডাইরির খাতায়,
তবুও আর ফিরে আসলে না আমার মনের পাতায়।
নীহারিকা, তুমি ভাবছো আমি দুঃখে আছি,
কিন্তু আমি তোমার আমার স্মৃতিগুলো নিয়ে অনেক সুখেয় আছি।
আমার ভালোবাসা'র কুড়ে ঘরটি তোমার পছন্দ হয়নি বলে,
আমাকে একলা করে গেলে চলে।
নতুন আকাশ,নতুন বাতাস,নতুন রাজকুমার,
তোমার কাছে আজ কোন দাম নেই আমার।
সত্যি বলছি নীহারিকা,
তোমার কোন দোষ ছিলো না,
তবে আমার সাথে করলে শুধু ছলনা।
আমি বোকা-পাগল বলে,
আমার সাথে ভালোবাসা'র মিথ্যা অভিনয় করে চলে গেলে।
তুমি ভালো থেকো নীহারিকা,
আমার কুড়ে ঘরে এসি কিংবা উন্নতমানে প্রযুক্তি নেই,
এসব ছাড়া থাকতে তুমি কষ্ট পেতেই।
তোমার কষ্ট মানে আমার কষ্ট,
তুমি সুখে থাকো, আমার জীবন হোক না কেন নষ্ট।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২৫/০৫/২০১৮অসাধারণ ! গভীর আবেগে পূর্ণ প্রকৃত এক প্রেমের কবিতা ।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৫/২০১৮অনেক ভাল লাগল।
ধন্যবাদ। -
সানী ২৪/০৫/২০১৮ভালো থাকুক সব নীহারিকারাই! অনেক অনেক কবিতা আশা করছি কবি।