সৃষ্টিকর্তার খেলা
সব সুন্দর তারই খেলা,
কাউকে দিয়েছে অনেক সম্পদ,
আবার কাউকে দিয়েছে ভেলা।
এই সব তারই খেলা।
তিনি সব দিবেন,
আর সব কেড়ে নিবেন।
যার থাকবে না কিছু সেই হবে সম্পদশালী,
কেউ বা আবার দৈহিক শক্তিশালী।
মানুষ সবাই মাটির তৈরি,
কেন মানুষের মাঝে এত বৈরী।
কেউ ফর্সা, কেউ বা কালা,
এই সব তারই খেলা।
কেউ টেরা আবার কেউ খোড়া,
মানুষতো সবাই তারা।
কেউ করে হিংসা, অনেকে করে না,
কেউ বা আবার ভাল বাসা দিয়ে ভুলায় তাদের যন্ত্রণা।
কেউ আবার চাকুরীজীবী,
কেউ বা আবার কৃষিজীবী।
এই দুনিয়াটা মানুষের মেলা,
এই সবই তারই খেলা।
http://bdnewshour24.com/main/newsDetails/53852/
কাউকে দিয়েছে অনেক সম্পদ,
আবার কাউকে দিয়েছে ভেলা।
এই সব তারই খেলা।
তিনি সব দিবেন,
আর সব কেড়ে নিবেন।
যার থাকবে না কিছু সেই হবে সম্পদশালী,
কেউ বা আবার দৈহিক শক্তিশালী।
মানুষ সবাই মাটির তৈরি,
কেন মানুষের মাঝে এত বৈরী।
কেউ ফর্সা, কেউ বা কালা,
এই সব তারই খেলা।
কেউ টেরা আবার কেউ খোড়া,
মানুষতো সবাই তারা।
কেউ করে হিংসা, অনেকে করে না,
কেউ বা আবার ভাল বাসা দিয়ে ভুলায় তাদের যন্ত্রণা।
কেউ আবার চাকুরীজীবী,
কেউ বা আবার কৃষিজীবী।
এই দুনিয়াটা মানুষের মেলা,
এই সবই তারই খেলা।
http://bdnewshour24.com/main/newsDetails/53852/
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ তপু রায়হান ২২/০২/২০১৮বাস্তব কিছু পড়লাম।
-
আরিফ নীরদ ২১/০২/২০১৮যথার্থ লিখেছেন কবি।।।শুভ কামনা।