প্রত্যাশা
আমি সেই কবিতা চাই,
যে কবিতা সবসময় সত্যের কথা জানায়।
বিপ্লবী চেতনা মনে জাগায়,
আমি সেই কবিতার অপেক্ষায়।
আমি সেই গল্প চাই,
যে গল্প ভালোবাসতে শিখায়।
কুসংস্কারের মুক্তির দিশারি হয়,
আমি সেই গল্পের অপেক্ষায়।
আমি সেই বিজ্ঞান চাই,
যে বিজ্ঞান মানবকল্যাণের উচু দ্বার হয়ে দাড়ায়।
লক্ষ লক্ষ মানুষের জীবন বাচায়,
আমি সেই বিজ্ঞানের অপেক্ষায়।
আমি সেই শিক্ষা চাই,
যে শিক্ষা আলোর পথ দেখায়।
তবেই স্বার্থকতার চিহ্ন খুজে পায়,
আমি সেই শিক্ষার অপেক্ষায়।
আমি সেই পৃথিবী চাই,
যে পৃথিবীতে কারো মাঝে অহংকার নায়।
জড়াবেনা কাউকে ধ্বংসের নীলিমায়,
আমি সেই পৃথিবীর অপেক্ষায়।
যে কবিতা সবসময় সত্যের কথা জানায়।
বিপ্লবী চেতনা মনে জাগায়,
আমি সেই কবিতার অপেক্ষায়।
আমি সেই গল্প চাই,
যে গল্প ভালোবাসতে শিখায়।
কুসংস্কারের মুক্তির দিশারি হয়,
আমি সেই গল্পের অপেক্ষায়।
আমি সেই বিজ্ঞান চাই,
যে বিজ্ঞান মানবকল্যাণের উচু দ্বার হয়ে দাড়ায়।
লক্ষ লক্ষ মানুষের জীবন বাচায়,
আমি সেই বিজ্ঞানের অপেক্ষায়।
আমি সেই শিক্ষা চাই,
যে শিক্ষা আলোর পথ দেখায়।
তবেই স্বার্থকতার চিহ্ন খুজে পায়,
আমি সেই শিক্ষার অপেক্ষায়।
আমি সেই পৃথিবী চাই,
যে পৃথিবীতে কারো মাঝে অহংকার নায়।
জড়াবেনা কাউকে ধ্বংসের নীলিমায়,
আমি সেই পৃথিবীর অপেক্ষায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ২৪/০৫/২০১৮কবিতার ভাবার্থ খুবই চমৎকার!তবে শেষের প্যারার মধ্যের ২টি চরণ আমার কাছে কেমন যেন খটকা লাগছে।ওভারঅল ভাল হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০২/২০১৮সুন্দর ভাবনা।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৬/০২/২০১৮আপনার চাওয়া পুরন হোক। এই কামনা রইলো প্রিয় কবি