মধ্যবিত্ত
মন্থর মন্থর-বুক কাপে থর থর,
রাজা আজ ভগবান,এইবুঝি গেল প্রাণ,
যমরাজ প্রস্তুত যদি ধরি কোনো খুঁত.
সব তাই সহে যাই মুখবুজে মার খাই
অসুরের ছলেবলে দেশ যাক রসাতলে
এই নিয়ে ভাবনা-আমাদের কাজ না
এরপর অবশেষে প্রানটাকে ভালোবেসে
আপসেই মেনে নেই
নিঃশেষ নির্দেশ,
রাজাদের স্বার্থের.
কেঁদে যায় নিরুপায়
মার খায় অসহায়.
রাজাদের ঠাটটা-ফুলে ফেঁপে টাটকা
মজুরের রক্তে বেড়ে ওঠে শক্তে
আমি ভাই ভিরু তাই
সব সই বোবা রই
রাজা আজ ভগবান,এইবুঝি গেল প্রাণ,
যমরাজ প্রস্তুত যদি ধরি কোনো খুঁত.
সব তাই সহে যাই মুখবুজে মার খাই
অসুরের ছলেবলে দেশ যাক রসাতলে
এই নিয়ে ভাবনা-আমাদের কাজ না
এরপর অবশেষে প্রানটাকে ভালোবেসে
আপসেই মেনে নেই
নিঃশেষ নির্দেশ,
রাজাদের স্বার্থের.
কেঁদে যায় নিরুপায়
মার খায় অসহায়.
রাজাদের ঠাটটা-ফুলে ফেঁপে টাটকা
মজুরের রক্তে বেড়ে ওঠে শক্তে
আমি ভাই ভিরু তাই
সব সই বোবা রই
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ০৩/০২/২০১৫আমি ভাই ভিরু ...চলার পথ সরু । ধন্যবাদ ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/০২/২০১৫আপনার কবিতা বরাবরই অনেক ভালো। এটি আরো বেশী ভালো লাগলো।
-
চূড়ান্ত ০৩/০২/২০১৫চরম লিখছেন।
-
সুব্রত দাশ আপন ০২/০২/২০১৫দাদা প্রাণ হরণকারী-দেখতে না পাওয়া যমরাজের কথা শুনলেই গায়ের লুম পর্যন্ত খাড়ায় যায় কিন্তু দেশে চলমান পরিস্থিতিতে প্রাণ হরণকারী যমরাজদের দেখেও আমরা কিছু করতে পারছি কি?
-
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫ভালো লাগলো...............।
-
রক্তিম ০২/০২/২০১৫এইযে একটা প্রতিবাদ কবিতা এটা কি যথেষ্ট নয়?
-
আহমাদ মাগফুর ০২/০২/২০১৫মুখ আমি খুলবই!
একটু কিছু বলবই! -
মুহাম্মদ রুহুল আমীন ০২/০২/২০১৫যে দিনকাল বোবা হয়ে থাকা ছাড়া উপায় নেই
ছন্দ ও শব্দের কারুকাজে কবিতা অতুলনীয়
অনেক ভাল লাগল
আন্তরিক শুভেচ্ছা জানবেন। -
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫দারুণ .........কয়েক বার করে পড়া হলো .........।শুভেচ্ছা রইল.........।।
-
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫ভাল লাগলো............অনেক .........