www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধ্যবিত্ত

মন্থর মন্থর-বুক কাপে থর থর,
রাজা আজ ভগবান,এইবুঝি গেল প্রাণ,
যমরাজ প্রস্তুত যদি ধরি কোনো খুঁত.
সব তাই সহে যাই মুখবুজে মার খাই
অসুরের ছলেবলে দেশ যাক রসাতলে
এই নিয়ে ভাবনা-আমাদের কাজ না
এরপর অবশেষে প্রানটাকে ভালোবেসে
আপসেই মেনে নেই
নিঃশেষ নির্দেশ,
রাজাদের স্বার্থের.
কেঁদে যায় নিরুপায়
মার খায় অসহায়.
রাজাদের ঠাটটা-ফুলে ফেঁপে টাটকা
মজুরের রক্তে বেড়ে ওঠে শক্তে
আমি ভাই ভিরু তাই
সব সই বোবা রই
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ০৩/০২/২০১৫
    আমি ভাই ভিরু ...চলার পথ সরু । ধন্যবাদ ।
  • আপনার কবিতা বরাবরই অনেক ভালো। এটি আরো বেশী ভালো লাগলো।
  • চূড়ান্ত ০৩/০২/২০১৫
    চরম লিখছেন।
  • সুব্রত দাশ আপন ০২/০২/২০১৫
    দাদা প্রাণ হরণকারী-দেখতে না পাওয়া যমরাজের কথা শুনলেই গায়ের লুম পর্যন্ত খাড়ায় যায় কিন্তু দেশে চলমান পরিস্থিতিতে প্রাণ হরণকারী যমরাজদের দেখেও আমরা কিছু করতে পারছি কি?
  • সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫
    ভালো লাগলো...............।
  • রক্তিম ০২/০২/২০১৫
    এইযে একটা প্রতিবাদ কবিতা এটা কি যথেষ্ট নয়?
  • আহমাদ মাগফুর ০২/০২/২০১৫
    মুখ আমি খুলবই!
    একটু কিছু বলবই!
  • যে দিনকাল বোবা হয়ে থাকা ছাড়া উপায় নেই
    ছন্দ ও শব্দের কারুকাজে কবিতা অতুলনীয়
    অনেক ভাল লাগল
    আন্তরিক শুভেচ্ছা জানবেন।
  • সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫
    দারুণ .........কয়েক বার করে পড়া হলো .........।শুভেচ্ছা রইল.........।।
  • সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫
    ভাল লাগলো............অনেক .........
 
Quantcast