সস্তা প্রেমের কাব্য
এই মিথি,
ঘোর অমাবস্যায় জাগাইলে চন্দ্র তিথি
যেন তপ্ত মরুর বুকে শীতল ছায়াবীথি
লাবণ্য আভায় তুমি যেন স্নিগ্ধ যূথী।
স্বপ্ন সোপানে তুমিই যে প্রেম সারথি,
সেই মিথি।
এই মিথি,
লাল সিঁদুরে শোভিত আজি তব সিঁথি।
জীবনে চলছে বয়ে শুভ্র আলোকদুত্যি।
অম্লান হয়ে অন্য কারো চিত্ত সাথী
প্রেরণায় খেলে যায় আজি শুভ্র প্রভাতী
এই মিথি।
ঘোর অমাবস্যায় জাগাইলে চন্দ্র তিথি
যেন তপ্ত মরুর বুকে শীতল ছায়াবীথি
লাবণ্য আভায় তুমি যেন স্নিগ্ধ যূথী।
স্বপ্ন সোপানে তুমিই যে প্রেম সারথি,
সেই মিথি।
এই মিথি,
লাল সিঁদুরে শোভিত আজি তব সিঁথি।
জীবনে চলছে বয়ে শুভ্র আলোকদুত্যি।
অম্লান হয়ে অন্য কারো চিত্ত সাথী
প্রেরণায় খেলে যায় আজি শুভ্র প্রভাতী
এই মিথি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজিব ১১/০২/২০১৫অসম হৈচে মামা
-
হাসান কামরুল ৩০/০১/২০১৫ওয়াও!!
-
নাজমুল আহসান ২৯/০১/২০১৫কেটে দিব তোমার সিঁথি-এই মিথি ! ধন্য বাদ কবি ।
-
রক্তিম ২৯/০১/২০১৫সত্যি সত্যি মিথি , তোমার জন্য একরাশ যুথী।
-
আহমাদ মাগফুর ২৯/০১/২০১৫এই মিথি
তোর লাইগ্যা আজাদ ভাইয়ের
কেনরে এত প্রীতি! -
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫দারুণ লাগলো ,,,,,,,,,,,
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫shundor
-
অ ২৮/০১/২০১৫এই মিথি আজ আর সেই মিথি নাই ।
সুন্দর হয়েছে ।
শুভেচছা রইল । -
স্বপন রোজারিও(১) ২৮/০১/২০১৫চমৎকার।
-
ফিরোজ মানিক ২৮/০১/২০১৫জেগেছি কত রাত-ই, লিখতে পারলাম না আজও আমি আপনার মত কাব্য একটি।
-
হাসান কামরুল ২৮/০১/২০১৫অসাধারন লিখেছেন।
-
আবু সাহেদ সরকার ২৮/০১/২০১৫কবিতাটি মোর মনে দিলাম গাঁথি।