গল্প আর শ্লোগানে সেই তুমি
সেই শরতের প্রসারিত আকাশে
জমে ছিল নিলাভ স্বপ্নের মেঘ।
বয়সে তেইশ উন্মাদনা
ঘামে চিকচিক করে সাম্যের আভাস
আর তোমার উষ্ণ ঠোঁটের মাতাল আহ্বান।
প্রেমে উন্মত্ত হাত ছুঁয়ে যেত
তোমার কামনা আপ্লুত বক্ষজুগল
শান্ত বিকেলের মৃদু হাওয়ায় তোমার
সন্তর্পী হেঁটে যাওয়া ,
পাছে দুষ্টু বাতাস সরিয়ে দেয়
লজ্জা জড়ানো ওড়না।
সেই তেইশ ছিল বিপ্লবের শ্লোগান আর
তোমার উষ্ণ চুম্বনে একাকার।
জমে ছিল নিলাভ স্বপ্নের মেঘ।
বয়সে তেইশ উন্মাদনা
ঘামে চিকচিক করে সাম্যের আভাস
আর তোমার উষ্ণ ঠোঁটের মাতাল আহ্বান।
প্রেমে উন্মত্ত হাত ছুঁয়ে যেত
তোমার কামনা আপ্লুত বক্ষজুগল
শান্ত বিকেলের মৃদু হাওয়ায় তোমার
সন্তর্পী হেঁটে যাওয়া ,
পাছে দুষ্টু বাতাস সরিয়ে দেয়
লজ্জা জড়ানো ওড়না।
সেই তেইশ ছিল বিপ্লবের শ্লোগান আর
তোমার উষ্ণ চুম্বনে একাকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ২৮/০১/২০১৫তেইশ যৌবনের কথা বলে । যুব মনই পারে নবজন্ম এনে দিতে।
-
সায়েম খান ২৬/০১/২০১৫ভাষাগত শিষ্ঠাচার বজায় রাখলে আরো ভাল হতো।
-
কুয়াশা রায় ২৩/০১/২০১৫খুব ভাল লাগল।
-
সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫fine @
-
আহমাদ মাগফুর ২৩/০১/২০১৫ইহাও এক বয়স বটে!
-
অ ২২/০১/২০১৫সুন্দর প্রেমের কবিতা ।
শুভেচ্ছা কবিকে । -
স্বপন রোজারিও(১) ২২/০১/২০১৫খুবই সুন্দর হয়েছে।
-
নাজমুল আহসান ২২/০১/২০১৫সেই ২৩ ছিলো অগ্ন্যুৎপাতের । উত্তপ্ত লাভা পড়ছিলো গলে গলে ।
-
হাসান কামরুল ২২/০১/২০১৫ভাল লিখেছেন কবি।
-
রিয়েল আবদুল্লাহ ২২/০১/২০১৫বাহ খুব সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫অন্তমিল থাকলে মনে হয় আরো সুন্দর লাগতো
সো ফাইন কবি কৌশিক ভাই -
ফিরোজ মানিক ২২/০১/২০১৫যৌবনের উত্তাল তরঙ্গ প্রবাহিত হচ্ছে কবি, মনে হয় যেন আবার ফিরে যাই তেইশে।