www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গল্প আর শ্লোগানে সেই তুমি

সেই শরতের প্রসারিত আকাশে
জমে ছিল নিলাভ স্বপ্নের মেঘ।
বয়সে তেইশ উন্মাদনা
ঘামে চিকচিক করে সাম্যের আভাস
আর তোমার উষ্ণ ঠোঁটের মাতাল আহ্বান।

প্রেমে উন্মত্ত হাত ছুঁয়ে যেত
তোমার কামনা আপ্লুত বক্ষজুগল
শান্ত বিকেলের মৃদু হাওয়ায় তোমার
সন্তর্পী হেঁটে যাওয়া ,
পাছে দুষ্টু বাতাস সরিয়ে দেয়
লজ্জা জড়ানো ওড়না।
সেই তেইশ ছিল বিপ্লবের শ্লোগান আর
তোমার উষ্ণ চুম্বনে একাকার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ২৮/০১/২০১৫
    তেইশ যৌবনের কথা বলে । যুব মনই পারে নবজন্ম এনে দিতে।
  • সায়েম খান ২৬/০১/২০১৫
    ভাষাগত শিষ্ঠাচার বজায় রাখলে আরো ভাল হতো।
    • শিষ্ঠাচার বহির্ভূত ঠিক কি এসেছে সেটা বোধগম্য হলো না। বাতাসে ওড়না সরে যাওয়া কিংবা চুম্বনকে ভাবে দেখার কিছুই নেই। আর তেইশের উপলব্ধিতে প্রেম দুরন্ততা প্রাসঙ্গিক।
      • সায়েম খান ৩০/০১/২০১৫
        'প্রেমে উন্মত্ত হাত ছুঁয়ে যেততোমার কামনা আপ্লুত বক্ষজুগল'।

        কিছু মনে করবেন না ভাই,চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিলাম। ভাল লেখেন আপনি, এসবের প্রয়োজন আছে বলে আমি মনে করিনা। ধন্যবাদ।
        • হুম , চোখে আঙ্গুলের খোঁচা পেলাম। তবে প্রাসঙ্গিকতায় এরকম নিবৃত এরোটিক বিষয় অপ্রাসঙ্গিক নয়।

          কবিতায় কোন বিষয় থাকা যথার্থ আর কোন বিষয় অনাহুত সেটা কবির উপরই নির্ভর করে। তেইশের কোনো তরুনের মনের উপলব্ধিতে যদি এরকম কিছু মোহময় আবেগ ধরা পড়ে তবে টা কাব্যেও স্পষ্ট করা যায়। আপনার বিশ্লেষণী মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
  • কুয়াশা রায় ২৩/০১/২০১৫
    খুব ভাল লাগল।
  • সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫
    fine @
  • আহমাদ মাগফুর ২৩/০১/২০১৫
    ইহাও এক বয়স বটে!
  • ২২/০১/২০১৫
    সুন্দর প্রেমের কবিতা ।
    শুভেচ্ছা কবিকে ।
  • খুবই সুন্দর হয়েছে।
  • নাজমুল আহসান ২২/০১/২০১৫
    সেই ২৩ ছিলো অগ্ন্যুৎপাতের । উত্তপ্ত লাভা পড়ছিলো গলে গলে ।
  • হাসান কামরুল ২২/০১/২০১৫
    ভাল লিখেছেন কবি।
  • বাহ খুব সুন্দর
  • সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫
    অন্তমিল থাকলে মনে হয় আরো সুন্দর লাগতো
    সো ফাইন কবি কৌশিক ভাই
  • ফিরোজ মানিক ২২/০১/২০১৫
    যৌবনের উত্তাল তরঙ্গ প্রবাহিত হচ্ছে কবি, মনে হয় যেন আবার ফিরে যাই তেইশে।
 
Quantcast