অভিমান
কণ্ঠটাকে চেপে
বলবো কথা মেপে!!
তেমনি তো তোর ভঙ্গী
একদা ছিলাম সঙ্গী।
এখন বেজায় ভাব
গর্বে যে সয়লাব
বন্ধু ছিলি তুই
চুপ করে তাই সই।
ইচ্ছে হলে দে আড়ি
আর যাবনা তোর বাড়ি।
বলবো কথা মেপে!!
তেমনি তো তোর ভঙ্গী
একদা ছিলাম সঙ্গী।
এখন বেজায় ভাব
গর্বে যে সয়লাব
বন্ধু ছিলি তুই
চুপ করে তাই সই।
ইচ্ছে হলে দে আড়ি
আর যাবনা তোর বাড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২২/০১/২০১৫চমৎতকার লেখনি , দন্যবাদ ।
-
সবুজ আহমেদ কক্স ২১/০১/২০১৫ছন্দ অন্ত্যমিল শব্দ গাথুনী দারুণ কবি কৌশিক আজাদ প্রণয়। শুভেচ্ছা কবি ।
-
অ ২০/০১/২০১৫ওয়াও । দারুণ ছড়া ।
-
সুব্রত দাশ আপন ২০/০১/২০১৫ছড়ার মধ্যেও অনেক ভাল লাগার কিছু আছে দেখলাম। শুভ কামনা রইল। ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/০১/২০১৫ছড়াটা ভালো লাগলো। অনেক দিন আপনাকে দেখছি না।
-
রক্তিম ২০/০১/২০১৫বন্ধু হলে সব সয় , কিছু গর্ব কিছু অভিমান আর কিছু থেকে যায় যন্ত্রনায় ।