শিরোনামহীন অসমাপ্ততা
কবির ভাবনায় আবার সংগ্রাম জেগে উঠবে
স্বাধিকারের মিছিলের তীব্র শ্লোগান
আবার সুর তুলবে বিপ্লবের
এমন তো হওয়ার কথা ছিল না।
ভেবেছিলাম একটা মানচিত্র পেলেই মিলবে সব।
আর কোন হরিদাসির সিঁথির
সিঁদুর শুষে নেবেনা কোন হায়নার জিভ...
বিপ্লবের তাজা রক্তে চিকচিক করবে না আর
শহুরে ধুলোময় পিচগলা রাজপথ।
ভেবেছিলাম যদি একটি মানচিত্র মেলে,
তবে প্রিয়ার কণ্ঠে উল্লাসিত হবে প্রেমের
উদাত্ত আহ্বান। অথচ আজো প্রেমিককে
প্রতিনিয়ত শুনে যেতে হয় ধর্ষিতা দয়িতার
বিবস্ত্র দেহে অজস্র দংশনের আর্তচিৎকার।
কবির কলম স্বাধীনতায় নতুন শব্দ বুনবে,
প্রতিটি কবিতার অক্ষর হবে এক একটি স্বপ্ন-দুর্গ।
কে জানতো! বৈষম্যময় সমাজের ক্রুদ্ধতায়
কবিতার ছন্দ অনাহারে মুখ থুবড়ে মুমূর্ষু
মূল্যবোধের মতো, স্বার্থের কলুষিত পদতলে।
শিরোনামহীন অসমাপ্ততায় স্থবিরতা জমা পরে
শিল্পের প্রতিটি অঙ্গনে। কালো টাকার মতো
জারজ স্বপ্নহীনতায় চির অধরাই থেকে যায় মুক্তি,
কাব্য থেমে যায় তাই শিরোনামহীন অসমাপ্ততায়।
স্বাধিকারের মিছিলের তীব্র শ্লোগান
আবার সুর তুলবে বিপ্লবের
এমন তো হওয়ার কথা ছিল না।
ভেবেছিলাম একটা মানচিত্র পেলেই মিলবে সব।
আর কোন হরিদাসির সিঁথির
সিঁদুর শুষে নেবেনা কোন হায়নার জিভ...
বিপ্লবের তাজা রক্তে চিকচিক করবে না আর
শহুরে ধুলোময় পিচগলা রাজপথ।
ভেবেছিলাম যদি একটি মানচিত্র মেলে,
তবে প্রিয়ার কণ্ঠে উল্লাসিত হবে প্রেমের
উদাত্ত আহ্বান। অথচ আজো প্রেমিককে
প্রতিনিয়ত শুনে যেতে হয় ধর্ষিতা দয়িতার
বিবস্ত্র দেহে অজস্র দংশনের আর্তচিৎকার।
কবির কলম স্বাধীনতায় নতুন শব্দ বুনবে,
প্রতিটি কবিতার অক্ষর হবে এক একটি স্বপ্ন-দুর্গ।
কে জানতো! বৈষম্যময় সমাজের ক্রুদ্ধতায়
কবিতার ছন্দ অনাহারে মুখ থুবড়ে মুমূর্ষু
মূল্যবোধের মতো, স্বার্থের কলুষিত পদতলে।
শিরোনামহীন অসমাপ্ততায় স্থবিরতা জমা পরে
শিল্পের প্রতিটি অঙ্গনে। কালো টাকার মতো
জারজ স্বপ্নহীনতায় চির অধরাই থেকে যায় মুক্তি,
কাব্য থেমে যায় তাই শিরোনামহীন অসমাপ্ততায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজিব ১১/০২/২০১৫থাঙ্ক্স
-
হাসান কামরুল ২৭/০১/২০১৫দারুণ লিখেছেন।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫valo laglo
-
পিয়ালী দত্ত ১৬/০১/২০১৫ভাল লাগা রইল
-
অ ১৬/০১/২০১৫সুন্দর লিখেছেন । কাংখিত স্বাধীনতার ফসল হয়তো এখনো আমরা ঘরে তুলতে পারিনি ।
-
স্বপন রোজারিও(১) ১৬/০১/২০১৫মানচিত্র পেয়েছি ঠিকই। মানচিত্র রক্ষায় সবাইকে কাজ করতে হবে।
-
রক্তিম ১৬/০১/২০১৫ভীষন অভিমান থেকে উঠে আসে কবিতা । বলে 'দুটো হাত পেতে রয়েছি দাওনা একটা সুন্দর স্বপ্নের সকাল '
-
রনক জামান ১৬/০১/২০১৫ভাল লাগল
-
অনিরুদ্ধ বুলবুল ১৫/০১/২০১৫স্বাধীনতা পেলাম, পতাকা আর মানচিত্রও পেলাম, পেলাম না কেবল মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার। এই প্রহসন আর কতকাল চলবে তাই কবির কলম আবার সংগ্রামে জেগে উঠতে চায়, স্বাধীকারের তীব্র মিছিলে আবার বিপ্লবের নতুন সুর তুলতে চায়। বেশ বাছাই করা শব্দ দিয়ে গড়া কবির প্রতিবাদী কবিতাগুলো বরাবরই ভাল হয়। খুব ভাল লাগল কবি। অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
-
স্বপন রোজারিও(১) ১৫/০১/২০১৫সুন্দর