www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিরোনামহীন অসমাপ্ততা

কবির ভাবনায় আবার সংগ্রাম জেগে উঠবে
স্বাধিকারের মিছিলের তীব্র শ্লোগান
আবার সুর তুলবে বিপ্লবের
এমন তো হওয়ার কথা ছিল না।

ভেবেছিলাম একটা মানচিত্র পেলেই মিলবে সব।
আর কোন হরিদাসির সিঁথির
সিঁদুর শুষে নেবেনা কোন হায়নার জিভ...
বিপ্লবের তাজা রক্তে চিকচিক করবে না আর
শহুরে ধুলোময় পিচগলা রাজপথ।

ভেবেছিলাম যদি একটি মানচিত্র মেলে,
তবে প্রিয়ার কণ্ঠে উল্লাসিত হবে প্রেমের
উদাত্ত আহ্বান। অথচ আজো প্রেমিককে
প্রতিনিয়ত শুনে যেতে হয় ধর্ষিতা দয়িতার
বিবস্ত্র দেহে অজস্র দংশনের আর্তচিৎকার।

কবির কলম স্বাধীনতায় নতুন শব্দ বুনবে,
প্রতিটি কবিতার অক্ষর হবে এক একটি স্বপ্ন-দুর্গ।
কে জানতো! বৈষম্যময় সমাজের ক্রুদ্ধতায়
কবিতার ছন্দ অনাহারে মুখ থুবড়ে মুমূর্ষু
মূল্যবোধের মতো, স্বার্থের কলুষিত পদতলে।

শিরোনামহীন অসমাপ্ততায় স্থবিরতা জমা পরে
শিল্পের প্রতিটি অঙ্গনে। কালো টাকার মতো
জারজ স্বপ্নহীনতায় চির অধরাই থেকে যায় মুক্তি,
কাব্য থেমে যায় তাই শিরোনামহীন অসমাপ্ততায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সজিব ১১/০২/২০১৫
    থাঙ্ক্স
  • হাসান কামরুল ২৭/০১/২০১৫
    দারুণ লিখেছেন।
  • সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫
    valo laglo
  • পিয়ালী দত্ত ১৬/০১/২০১৫
    ভাল লাগা রইল
  • ১৬/০১/২০১৫
    সুন্দর লিখেছেন । কাংখিত স্বাধীনতার ফসল হয়তো এখনো আমরা ঘরে তুলতে পারিনি ।
  • মানচিত্র পেয়েছি ঠিকই। মানচিত্র রক্ষায় সবাইকে কাজ করতে হবে।
  • রক্তিম ১৬/০১/২০১৫
    ভীষন অভিমান থেকে উঠে আসে কবিতা । বলে 'দুটো হাত পেতে রয়েছি দাওনা একটা সুন্দর স্বপ্নের সকাল '
  • রনক জামান ১৬/০১/২০১৫
    ভাল লাগল
  • অনিরুদ্ধ বুলবুল ১৫/০১/২০১৫
    স্বাধীনতা পেলাম, পতাকা আর মানচিত্রও পেলাম, পেলাম না কেবল মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার। এই প্রহসন আর কতকাল চলবে তাই কবির কলম আবার সংগ্রামে জেগে উঠতে চায়, স্বাধীকারের তীব্র মিছিলে আবার বিপ্লবের নতুন সুর তুলতে চায়। বেশ বাছাই করা শব্দ দিয়ে গড়া কবির প্রতিবাদী কবিতাগুলো বরাবরই ভাল হয়। খুব ভাল লাগল কবি। অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
    • তথাকথিত এই প্রহসন থেকে মুক্তি মিলবে, সেই প্রতীক্ষায় ... আপনার চমৎকার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো কবি।
  • সুন্দর
 
Quantcast