নতুন বছর
নতুন বছর – নতুনের সুর তোলা
নতুন বছর উল্লাসে পথ ভোলা।
নতুন বছর- সপ্ত বর্ণে বর্ণীল
নতুন বছর- হাসির মাতম অনাবিল।
নতুন বছর আশার প্রদীপ জ্বলা
বতুন বছর- প্রেমের কাব্য বলা।
নতুন বছর- দ্রোহের দৃপ্ত শ্লোগান
নতুন বছর- বিপ্লবেরই জয়গান।
নতুন বছর- চাপা পড়া কিছু অভিমান
নতুন বছর- স্মৃতিতে কিছু চেনা গান
নতুন বছর- শীতল বিরাগের অবসান
নতুন বছর- উষ্ণ চুমুতে নির্বাণ ।
নতুন বছর উল্লাসে পথ ভোলা।
নতুন বছর- সপ্ত বর্ণে বর্ণীল
নতুন বছর- হাসির মাতম অনাবিল।
নতুন বছর আশার প্রদীপ জ্বলা
বতুন বছর- প্রেমের কাব্য বলা।
নতুন বছর- দ্রোহের দৃপ্ত শ্লোগান
নতুন বছর- বিপ্লবেরই জয়গান।
নতুন বছর- চাপা পড়া কিছু অভিমান
নতুন বছর- স্মৃতিতে কিছু চেনা গান
নতুন বছর- শীতল বিরাগের অবসান
নতুন বছর- উষ্ণ চুমুতে নির্বাণ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫shubo nobobarsha r suvesha . . . Fine
-
মোহাম্মদ আমান উল্লাহ আমান ০৩/০১/২০১৫দারুণ লিখেছেন। শুভ কামনা রইল।
-
সাইদুর রহমান ০২/০১/২০১৫খু-ব সুন্দর।
নববর্ষের শুভেচ্ছা। -
অ ০২/০১/২০১৫সুন্দর হয়েছে ।
নববর্ষের শুভেচ্ছা রইল । -
ফাহমিদা ফাম্মী ০১/০১/২০১৫আশা করি আপনার কবিতার মতই প্রত্যেকের জীবন নতুনত্বে ভরে উঠুক !
-
রক্তিম ০১/০১/২০১৫নবাগত বর্ষ । ওর কাছে অনেক চাওয়া পাওয়া । তবে বিপ্লবের সুরে সুরে কিছু গান করে কিছু পাওয়া । আপনার কবিতাতে সেটা পাই । (বিপ্লব) ।
-
শিমুল শুভ্র ০১/০১/২০১৫শুভ নববর্ষ
অনেক সুন্দর কবিতার দ্রোহ তে পড়েছিলাম এখানে ও পড়লাম বেশ ভালো লাগলো । -
তুহিনা সীমা ০১/০১/২০১৫নতুন বছর নতুনে নতুনে মহীয়ান............
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/০১/২০১৫নতুন বছরের শুভচ্ছা।