তুমি আমি আর স্বার্থবাদি সময়
কথা ছিল যদি কখনো দুমড়ে যাই
তবে সেটা হবে স্বপ্নিল ভালোবাসার প্রভঞ্জনে।।
যদি হই নির্বাণ , তবে সে তোমার উষ্ণ চুমুর উত্তাপে
কথা ছিল- যদি লিখি গান
তবে তার সুর প্রাণ পাবে তোমার কণ্ঠ মায়ায়
যদি বিপ্লবের শ্লোগান ধরি সাম্যের উন্মাদনায়,
তবে তুমি হবে মিছিলের সহযাত্রী।
কখনো ভাবিনি আমরা সময়ের হিংস্রতায় বাঁধা পড়বো
লৌকিক সুখের মোহে।
স্বার্থের লোভাতুর আহ্বানে
আমরা সবাই আত্মকেন্দ্রিক নিমগ্নতায় নিথর
বিবেক লুণ্ঠিত হয় শোষকের কালো থলেতে।
হেসে যায় অন্ধকার।
প্রেম আর দ্রোহের কবিতাগুলো অবহেলার কুঁচকানো কাগজে
ঠাই পায় আবর্জনার ঝুড়িতে।
তুমি আমি আর স্বার্থবাদি সময়-
আপন খেয়ালে ধরা দেয় দাসত্বে।।
তবে সেটা হবে স্বপ্নিল ভালোবাসার প্রভঞ্জনে।।
যদি হই নির্বাণ , তবে সে তোমার উষ্ণ চুমুর উত্তাপে
কথা ছিল- যদি লিখি গান
তবে তার সুর প্রাণ পাবে তোমার কণ্ঠ মায়ায়
যদি বিপ্লবের শ্লোগান ধরি সাম্যের উন্মাদনায়,
তবে তুমি হবে মিছিলের সহযাত্রী।
কখনো ভাবিনি আমরা সময়ের হিংস্রতায় বাঁধা পড়বো
লৌকিক সুখের মোহে।
স্বার্থের লোভাতুর আহ্বানে
আমরা সবাই আত্মকেন্দ্রিক নিমগ্নতায় নিথর
বিবেক লুণ্ঠিত হয় শোষকের কালো থলেতে।
হেসে যায় অন্ধকার।
প্রেম আর দ্রোহের কবিতাগুলো অবহেলার কুঁচকানো কাগজে
ঠাই পায় আবর্জনার ঝুড়িতে।
তুমি আমি আর স্বার্থবাদি সময়-
আপন খেয়ালে ধরা দেয় দাসত্বে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এস সজীব ১৭/০১/২০১৫মন কাড়া কবিতা
-
আগন্তুক নাগরিক ০২/০১/২০১৫অনবদ্য কবিতা । অনেক ভালো লাগল কবি ।
-
অ ০২/০১/২০১৫চমৎকার লেখা ।
-
কুয়াশা রায় ০১/০১/২০১৫খুব ভালো লাগল ।
-
রক্তিম ০১/০১/২০১৫আপনার সত্যি ঝকঝকে হাসির মতো এই কবিতা সরল অথচ কি গভীর। ভালো থাকবেন ।
-
মোহাম্মদ তারেক ৩১/১২/২০১৪ভাল লাগা প্রতি অক্ষরে। অসম্ভব সুন্দর হয়েছে লেখাটি। শুভেচ্ছা কবিকে।
-
তুহিনা সীমা ৩১/১২/২০১৪অনেক সুন্দর হয়েছে আপনার কবিতাটি!
-
এমএসবি নাজনীন লাকী ৩১/১২/২০১৪এই দাসত্ব বর্তমান সবসময়!!