নতুন দিনের প্রেরণা
নতুন বছর মানেই আজি নতুন স্বপ্ন আঁকা
নতুন প্রানের উচ্ছ্বাসে আজ সুখটি ছড়িয়ে থাকা,
ফেলে আসা যত বেদনার গ্লানি, রুক্ষ হাহাকার-
নব প্রভাতের শুভ্র আলোয় লীন হয়ে ছারখার।
ফুলের সব সৌরভে আর সৃজনের গানে গানে,
নতুন বছর ডানা মেলে দাকে নতুনের আহ্বানে।
শত বঞ্চিত আহত চিত্তে পরিবর্তনী সুর,
নিদারুণ যত কষাঘাতে আর নাহি হব ভঙ্গুর-
নতুন দিনের নতুন ডাকে দূর করে সব জরা
সাম্যের সুখে হাসবে আজিকে তৃপ্ত বসুন্ধরা।
নতুন আলোর রঙিন দীপ্তি তুচ্ছ করে ভয়,
আঁকবে যে পথ আধারের বুকে, তুলবে সৃজনী প্রলয়।
নতুন বছর- প্রেয়সীর ঠোঁটে উষ্ণ চুমুর স্পর্শ
রক্তগোলাপ হাতে নিয়ে বলা-“ শুভ হোক নববর্ষ”
পুড়নো ডাইরির কবিতা পড়ে ম্লান হাসা এক হাসি,
লাজুক কণ্ঠে আজো বলে ওঠা- “তোমাকেই ভালোবাসি”
পড়ে থাকে শুধু নিভৃতে কিছু বিসর্জনের ব্যাথা;
নতুন বছর নব জীবনের স্পৃহার স্বপ্ন গাঁথা।
নতুন প্রানের উচ্ছ্বাসে আজ সুখটি ছড়িয়ে থাকা,
ফেলে আসা যত বেদনার গ্লানি, রুক্ষ হাহাকার-
নব প্রভাতের শুভ্র আলোয় লীন হয়ে ছারখার।
ফুলের সব সৌরভে আর সৃজনের গানে গানে,
নতুন বছর ডানা মেলে দাকে নতুনের আহ্বানে।
শত বঞ্চিত আহত চিত্তে পরিবর্তনী সুর,
নিদারুণ যত কষাঘাতে আর নাহি হব ভঙ্গুর-
নতুন দিনের নতুন ডাকে দূর করে সব জরা
সাম্যের সুখে হাসবে আজিকে তৃপ্ত বসুন্ধরা।
নতুন আলোর রঙিন দীপ্তি তুচ্ছ করে ভয়,
আঁকবে যে পথ আধারের বুকে, তুলবে সৃজনী প্রলয়।
নতুন বছর- প্রেয়সীর ঠোঁটে উষ্ণ চুমুর স্পর্শ
রক্তগোলাপ হাতে নিয়ে বলা-“ শুভ হোক নববর্ষ”
পুড়নো ডাইরির কবিতা পড়ে ম্লান হাসা এক হাসি,
লাজুক কণ্ঠে আজো বলে ওঠা- “তোমাকেই ভালোবাসি”
পড়ে থাকে শুধু নিভৃতে কিছু বিসর্জনের ব্যাথা;
নতুন বছর নব জীবনের স্পৃহার স্বপ্ন গাঁথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ৩১/১২/২০১৪নতুনে নতুনে হোক নতুন সৃষ্টি, নতুন সম্প্রীতি।ধন্যবাদ
-
সাইফুল্লাহ আল-জাহিদ ৩০/১২/২০১৪প্রত্যাশায় আছি তোমার নতুনের ।
-
শিমুল শুভ্র ২৯/১২/২০১৪আগে ও পড়েছি এখন আবার ,বেশ ভালো ভালো লাগলো ।
-
এফ সাকি ২৯/১২/২০১৪সুন্দর!তবে বানানের প্রতি লক্ষ্য করলে আরো সুন্দর হতো।
-
অ ২৯/১২/২০১৪সব পরাজয়ের গ্লানি মুছে দিয়ে নতুন বছর নিয়ে আসুক অনাবিল শান্তির পরশ ।
ভালো হয়েছে ।
ভালোলাগা রইল । -
কৌশিক আজাদ প্রণয় ২৯/১২/২০১৪অশেষ কৃতজ্ঞতা কবিবন্ধু
-
Pp ২৯/১২/২০১৪কবি খুব সুন্দর ...।মার ডালা
নতুন বছর আপনার জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ কবি -
Pp ২৯/১২/২০১৪কবি খুব সুন্দর ...।রিদয় ছুয়েছে
নতুন বছর আপনার জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ কবি