তিলোত্তমা
ধুলোমাখা সব কবিতার অক্ষরে আচমকা কফির কালো দাগ
কতশত হৃদয় নিংড়ানো ভালবাসাময় আকুতি হে তিলোত্তমা,
স্মৃতির বিগলিত আবহে হারায়- নিয়ত। সব কথা থেমে গেছে আজ।
প্রসারিত শাড়ীর পাড় ছুঁয়ে গেছে আজ দূরবর্তী সময়ের তটিনী।
তিলোত্তমা, প্রগাঢ় যাতনা যারা অবাধ্য হয়ে জেগে উঠত তোমার
উষ্ণ ওষ্ঠের কামিত স্পর্শে, ধুলোমাখা কবিতায় সময়ের জড়তা আজ
তোমার নীল চোখের চাহনি আজ বিষাদের ছবি আঁকে অসীম শূন্যতায়।
আজো হেঁটে যাই আমরা অবিরাম, পথ গিয়েছে বেঁকে আজ খুঁজে নিয়ে
আপন গন্তব্য। বাসন্তী হাওয়া আজো বয়ে যায় আপন খেয়ালে, তবু
হে তিলোত্তমা, প্রদীপ্ত নই আজ। হয়তো আপন কক্ষপথে তুমিও
গুনছ বাসন্তী প্রহর, স্নিগ্ধ সময় তোমায় দিচ্ছে বাহবা নবসূচনার, হয়তো
অন্য কোনো সময়, অন্য কারো অগোছালো দুমড়ানো বিছানায়।
তিলোত্তমা, কবিতার সব অক্ষর গুলো আজ তোমার স্মৃতির মতই মলিন।
কলমও তাই থেমে গেছে, স্বপ্নের আকাশ ছেয়ে গেছে বিষাদের কালোয়।
তিলোত্তমা, তোমায় নিয়ে সব কথা আজ এখানেই থেমে যাক।
কতশত হৃদয় নিংড়ানো ভালবাসাময় আকুতি হে তিলোত্তমা,
স্মৃতির বিগলিত আবহে হারায়- নিয়ত। সব কথা থেমে গেছে আজ।
প্রসারিত শাড়ীর পাড় ছুঁয়ে গেছে আজ দূরবর্তী সময়ের তটিনী।
তিলোত্তমা, প্রগাঢ় যাতনা যারা অবাধ্য হয়ে জেগে উঠত তোমার
উষ্ণ ওষ্ঠের কামিত স্পর্শে, ধুলোমাখা কবিতায় সময়ের জড়তা আজ
তোমার নীল চোখের চাহনি আজ বিষাদের ছবি আঁকে অসীম শূন্যতায়।
আজো হেঁটে যাই আমরা অবিরাম, পথ গিয়েছে বেঁকে আজ খুঁজে নিয়ে
আপন গন্তব্য। বাসন্তী হাওয়া আজো বয়ে যায় আপন খেয়ালে, তবু
হে তিলোত্তমা, প্রদীপ্ত নই আজ। হয়তো আপন কক্ষপথে তুমিও
গুনছ বাসন্তী প্রহর, স্নিগ্ধ সময় তোমায় দিচ্ছে বাহবা নবসূচনার, হয়তো
অন্য কোনো সময়, অন্য কারো অগোছালো দুমড়ানো বিছানায়।
তিলোত্তমা, কবিতার সব অক্ষর গুলো আজ তোমার স্মৃতির মতই মলিন।
কলমও তাই থেমে গেছে, স্বপ্নের আকাশ ছেয়ে গেছে বিষাদের কালোয়।
তিলোত্তমা, তোমায় নিয়ে সব কথা আজ এখানেই থেমে যাক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ৩০/১২/২০১৪
-
অ ২৯/১২/২০১৪অনেক সুন্দর ।
ভাল থাকুন । -
মোহাম্মদ তারেক ২৮/১২/২০১৪তিলোত্তমা অনেক ভাল লাগল কবি।।
-
নাজমুল আহসান ২৮/১২/২০১৪যেন সে বিষাদের ঘর-
বেপথু বাতাসে ফুলে ওঠে দহনেরে করে অর্ঘ্যদান।
ধন্যবাদ -
মোঃ আবদুল করিম ২৮/১২/২০১৪খুবই ভাল হয়েছে
ভাল লাগল বেশ।
শুভেচ্ছা নিন কবি।