www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিলোত্তমা

ধুলোমাখা সব কবিতার অক্ষরে আচমকা কফির কালো দাগ
কতশত হৃদয় নিংড়ানো ভালবাসাময় আকুতি হে তিলোত্তমা,
স্মৃতির বিগলিত আবহে হারায়- নিয়ত। সব কথা থেমে গেছে আজ।
প্রসারিত শাড়ীর পাড় ছুঁয়ে গেছে আজ দূরবর্তী সময়ের তটিনী।
তিলোত্তমা, প্রগাঢ় যাতনা যারা অবাধ্য হয়ে জেগে উঠত তোমার
উষ্ণ ওষ্ঠের কামিত স্পর্শে, ধুলোমাখা কবিতায় সময়ের জড়তা আজ
তোমার নীল চোখের চাহনি আজ বিষাদের ছবি আঁকে অসীম শূন্যতায়।
আজো হেঁটে যাই আমরা অবিরাম, পথ গিয়েছে বেঁকে আজ খুঁজে নিয়ে
আপন গন্তব্য। বাসন্তী হাওয়া আজো বয়ে যায় আপন খেয়ালে, তবু
হে তিলোত্তমা, প্রদীপ্ত নই আজ। হয়তো আপন কক্ষপথে তুমিও
গুনছ বাসন্তী প্রহর, স্নিগ্ধ সময় তোমায় দিচ্ছে বাহবা নবসূচনার, হয়তো
অন্য কোনো সময়, অন্য কারো অগোছালো দুমড়ানো বিছানায়।
তিলোত্তমা, কবিতার সব অক্ষর গুলো আজ তোমার স্মৃতির মতই মলিন।
কলমও তাই থেমে গেছে, স্বপ্নের আকাশ ছেয়ে গেছে বিষাদের কালোয়।
তিলোত্তমা, তোমায় নিয়ে সব কথা আজ এখানেই থেমে যাক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিরুদ্ধ বুলবুল ৩০/১২/২০১৪
    কথিত তিলোত্তমা হারিয়ে গেছে সেই কবে তবু তার ধূলিমাখা স্মৃতি এখনো কবিতা পাতার দখল ছাড়ে নি।

    ভাল লাগল বেশ।
    শুভেচ্ছা নিন কবি।
  • ২৯/১২/২০১৪
    অনেক সুন্দর ।
    ভাল থাকুন ।
  • মোহাম্মদ তারেক ২৮/১২/২০১৪
    তিলোত্তমা অনেক ভাল লাগল কবি।।
  • নাজমুল আহসান ২৮/১২/২০১৪
    যেন সে বিষাদের ঘর-
    বেপথু বাতাসে ফুলে ওঠে দহনেরে করে অর্ঘ্যদান।
    ধন্যবাদ
  • মোঃ আবদুল করিম ২৮/১২/২০১৪
    খুবই ভাল হয়েছে
 
Quantcast