www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রস্থান

জানি হয়তো শেষ হবে এ পথচলা
থাকবে না পড়ে মনের কোন এক কোণে
অস্ফুট কোনো জিজ্ঞাসা, গাঢ় কোনো অভিমান।
জানি হয়তো কবিতার চপল ছন্দে আর দুর্বার শব্দে
জেগে উঠবো না আর তোমার অষ্টাদশী বুকের স্পন্দন হয়ে।
থেমে যাবে সব, জানি স্মৃতির রোদেলা প্রান্তে জমবে
মেঘের বিস্মৃত ছায়া। হয়তো সময়ের আবরণে ঠাই মিলবে
নিছক উৎযাপনের নিয়ম মাপা দিনে, ক্ষুদ্র কোন আড্ডায়,
চায়ের পেয়ালায় অথবা সিগারেটের উদাসী ধোঁয়ায়।

কতনা অভিমানে ঘেরা হাজারো প্রশ্ন থমকে যাবে সব
গোধূলিতে মোহনীয় মায়া নয়, খুঁজে যাই আঁধারের আহ্বান
এসেছিল যে স্নিগ্ধ ছোঁয়া মেখে, কল্পলোকের রঙিন আঙ্গিনায়
ভুলে ভরা কবিতার ছন্দে আর ভ্রান্তি জড়ানো গল্পের কুহকে
বিষাদের কালো রঙে ছাপিয়ে দিয়ে গেলো চিত্তকাননের সবুজ।
আবেগের উষ্ণতায় নয়, মোহাবিষ্ট আরক্তিতে নয়, আবেগঘন
প্রশ্বাসেও নয়, ভাবনায় তাই সাথী হলাম দীর্ঘশ্বাস হয়ে,
বিচ্ছেদের করুণ সুর যেন বিধৃত হল ভুবনময়।
প্রাণোচ্ছাসে নয়, বয়ে চলা নিরবধি নৈশব্দের থমথমে
নীলিমায়, প্রস্থানের শ্লেষ মাখা ডাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চূড়ান্ত ০৫/০২/২০১৫
    চরম।আর কিছু বলার নাই।
  • স্বপন শর্মা ২৫/১২/২০১৪
    চমৎকার উপস্থাপনা...
  • সায়েম খান ২৪/১২/২০১৪
    আমাদের সকলেরই উচিৎ সেই দিনটির কথা বেশি বেশি করে স্বরণ করা,তাহলে পাপ আমাদেরকে স্পর্শ করতে পারবেনা।
  • শিমুল শুভ্র ২৩/১২/২০১৪
    বাংলাকবিতার আসরে পাঠ করেছিলাম আবার ও পাঠ করলাম । সেকি অসাধারণ , যতবার পড়ি মন ভরে না যেন ।
  • ২৩/১২/২০১৪
    খুব সুন্দর হয়েছে।
    ভালো লাগা রইলো ।
  • দারুন লিখেছেন। ভালো লাগলো..
 
Quantcast